22-02-2021, 08:31 PM
(This post was last modified: 22-02-2021, 08:52 PM by cuck son. Edited 1 time in total. Edited 1 time in total.)
সিগারেটে শেষ টান দিয়ে ফিল্মের হীরোদের মতো ছুরে ফেলে আবির । তারপর মোবাইল বের করে কল করে বান্ধবি তমা কে।
“হ্যালো জান্টুস কি করছো”
“ ঘুমাচ্ছিলাম বাবু” একদম আদুরে বেড়ালের মতো মিউ মিউ কণ্ঠে বলে তমা ইদানীং সন্ধায় ঘুমানোর একটা অভ্যাস হয়ে গেছে এর কারনে ওজন ও বেড়ে গেছে এখন ও প্রায় ৫৮ কেজি । যদিও আবির এটা বেশ পছন্দ করে ।
“ ঈশ রে আমি বাবুটার ঘুম ভাঙ্গিয়ে দিলাম” আদুরে কণ্ঠে বলে আবির । বান্ধবির ঘুম জড়ানো কণ্ঠ ওর শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ।
“ হুম বাবু ,তুমি কি করছো তমার ওখানে এমন শব্দ কিসের ” এতক্ষণে টের পায় তমা ।
“ আমি উঠানে হাটছি বাবু আর এটা ঝিঁঝিঁ পোকার শব্দ”
“তুমি উঠান কোথায় পেলে আর ঝিঁঝিঁ পোকা এলো কোথা থেকে” ঘুম জড়ানো সেক্সি কণ্ঠ উধাও হয়ে একটা কর্কশ কণ্ঠ এসে ভর করলো তমার গলায় ।
“ আমি নানা বাড়ি আছি জানু পাখি”আদুরে গলায় বলে আবির
“ কেন?”
“নানা ভাই অসুস্থ তো তাই ক দিন থাকবো ওদের সাথে”
“ আমাকে বলে গেলা না যে” তমা গম্ভির ভাবে জিজ্ঞাস করলো
“ এই তো এখন বলছি আমার শোনা পাখি”
“ চলে যাওয়ার পর বলছো”
“ তাতে সমস্যা কি” এবার আবির একটু বিরক্ত হয়ে ওঠে
“ কোন সমস্যা নেই?” তমার কণ্ঠে গম্ভির
“ আরে সমস্যা কিসের আমি তো তোমায় বললাম ই” আবির এর ধৈর্যের অবসান ঘটে । অদিকে তমার কোন কোথা শোনা যায় না আবির বুঝতে পাড়ে ও লাইন কেটে দিয়েছে ।
আবার কল করে আবির “এই লাইন কেটে দিলা ক্যান”
“ আমার ইচ্ছা হয়েছে তাই” তমা উত্তর দেয়
“ কিছু না বলেই লাইন কেটে দিবে” আবির এর গলা চড়া হয়
“ কেন তুমি না বলে নানা বাড়ি চলে যাবে আর আমি লাইন কাটতে পারবোনা” ভীষণ আশ্চর্য হয়েছে এমন ভাব নিয়ে জিজ্ঞাস করে তমা ।
“ দুটো কি এক জিনিস হলো” আবির দাতে দাঁত চেপে জিজ্ঞাস করে
“ আমি তো কোন তফাৎ খুঁজে পাচ্ছি না” তমা নির্লিপ্ত ভাবে উত্তর দেয়
“ তোমার সাথে কথা বলাই বৃথা” রেগে মেগে বলে আবির
“ তাহলে বলছো কেন না বললেই পারো ব্রেক আপ করে নাও” তমার কণ্ঠ এখনো নির্লিপ্ত
“ কি বলছো এ সব এখানে ব্রেকাপ এলো কোথা থেকে” আবির অবাক হয়ে যায়
“ তুমি বললে আমার সাথে কথা বলা বৃথা আর কথা না বললে সম্পর্ক রেখে কি লাভ” কিছুই হয়নি এমন একটা ভাব করে বলে তমা।
আবির আর নিজেকে ধরে রাখতে পাড়ে না “ আচ্ছা যাও এখন থেকে ব্রেকাপ”
“তুই কি আমার সাথে ব্রেকাপ করবি , আমি তোর সাথে ব্রেকাপ করলাম” চেচিয়ে উঠে তুই তুকারিতে নেমে আশে তমা
“তুই না আমি তোকে ডাম্প করলাম” আবির ও তুই এ নেমে আশে
“গো টু হেল”
“ইউ গো টু হেল”
লাইন কেটে যায় , আবির মোবাইল পকেতে রেখে সিদ্ধান্ত নেয় আগামি ২৪ ঘণ্টার মাঝে নতুন রিলেশন শিপ করবে ও। উঠানে হাটে আর চিন্তা করে কার সাথে করা যায়।
“ নানা ভাই কাকে নরকে পাথাচ্ছিস” জানালা দিয়ে মুখ বের করে জানতে চায় মোস্তফা সাহেব।
“ তুমি তমার চরকায় তেল দাও” নানার উদ্দেশে বলে আবির ।
সারারত ঘুম হয় না আবিরের , মাথায় একে একে ১০-১২ টা নাম এসেছে দুই এক জনের সাথে চ্যাট করাও হয়ে গেছে । এমন সময় মোরগ ডেকে সকালের ঘোষণা করে । বাইরে এসে দাড়ায় আবির , সকালের ফুরফুরে হাওয়ায় মনটা ভালো হয়ে যায় ওর । মনে মনে ভাবে নাহ তমা কে একবার বলে আসাই উচিৎ ছিলো । ঠিক তখন ওর নানা বাড়ির গেঁট দিয়ে ঢুকে । নিশ্চয়ই নামাজ পরে ফিরে এসেছে ।
“ কি নানা ভাই এতো সকালে’
“ এমনি উঠলাম নানাভাই, সকাল যে এতো সুন্দর হয় আগে জানা ছিলো না” এই বলে আবিরের মুখটা ভার হয়ে যায় । দ্রুত নিজের ঘরে চলে যায় আবির। আর ঠিক তুখনি ওর মোবাইল বেজে ওঠে স্ক্রিনে বাবু লেখা আর তার নিচে তমার হাসসজ্জল মুখ ।
“ হ্যালো কেন কল করেছো? তমার সব কিছু আমি অলরেডি ডিলিট করে দিয়েছি” আবির গম্ভির কণ্ঠে বলে
“ হ্যালো বাবু আই এম সরি” এই বলে তমা আর কোন কথা বলতে পাড়ে না ডুকরে কেঁদে ফেলে । আবির নিজেও বোবা হয়ে যায় চুপ চাপ দাড়িয়ে থাকে বলতে চায় আই এম সরি , কিন্তু বলা হয় না । এমন সময় আবির আবার অপ্র নানার কণ্ঠ শুনতে পায় । কার সাথে যেন কথা বলছে
“ আরে তোমারা কি ব্যাপার”
“চলে এলাম আব্বা আপনার সেবা করতে” এটা ওর বাবার কণ্ঠ বুঝতে পাড়ে আবির ওর মনটা একটু ভালো হয় কারন গতকাল মা বাব্র মাঝে ঝগড়ার পুরভাবাস দেখতে পেয়েছিলো ও ।
“ আই এম সরি জান” আবির ফিস্ফিসিয়ে বলে
ওদিকে তমা কাদছে ।আর এদিকে ওর নানা চেচিয়ে ওর নানি কে ডাকছে ।
“ কই গো কোথায় গেলে , আমাকে বাজারের ব্যাগ টা এনে দাও জামাই এসেছে যাই দেখি ভালো মাছ এলো কিনা দেরি হলে শেষ হয়ে যাবে”
সমাপ্ত
Jupitar10 দাদার দেবস্রী গল্পের একটি লাইন থেকে আমার মাথায় এই গল্পটা এসেছে । তাই দাদা কে কৃতজ্ঞতা প্রকাশ করছি
“হ্যালো জান্টুস কি করছো”
“ ঘুমাচ্ছিলাম বাবু” একদম আদুরে বেড়ালের মতো মিউ মিউ কণ্ঠে বলে তমা ইদানীং সন্ধায় ঘুমানোর একটা অভ্যাস হয়ে গেছে এর কারনে ওজন ও বেড়ে গেছে এখন ও প্রায় ৫৮ কেজি । যদিও আবির এটা বেশ পছন্দ করে ।
“ ঈশ রে আমি বাবুটার ঘুম ভাঙ্গিয়ে দিলাম” আদুরে কণ্ঠে বলে আবির । বান্ধবির ঘুম জড়ানো কণ্ঠ ওর শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ।
“ হুম বাবু ,তুমি কি করছো তমার ওখানে এমন শব্দ কিসের ” এতক্ষণে টের পায় তমা ।
“ আমি উঠানে হাটছি বাবু আর এটা ঝিঁঝিঁ পোকার শব্দ”
“তুমি উঠান কোথায় পেলে আর ঝিঁঝিঁ পোকা এলো কোথা থেকে” ঘুম জড়ানো সেক্সি কণ্ঠ উধাও হয়ে একটা কর্কশ কণ্ঠ এসে ভর করলো তমার গলায় ।
“ আমি নানা বাড়ি আছি জানু পাখি”আদুরে গলায় বলে আবির
“ কেন?”
“নানা ভাই অসুস্থ তো তাই ক দিন থাকবো ওদের সাথে”
“ আমাকে বলে গেলা না যে” তমা গম্ভির ভাবে জিজ্ঞাস করলো
“ এই তো এখন বলছি আমার শোনা পাখি”
“ চলে যাওয়ার পর বলছো”
“ তাতে সমস্যা কি” এবার আবির একটু বিরক্ত হয়ে ওঠে
“ কোন সমস্যা নেই?” তমার কণ্ঠে গম্ভির
“ আরে সমস্যা কিসের আমি তো তোমায় বললাম ই” আবির এর ধৈর্যের অবসান ঘটে । অদিকে তমার কোন কোথা শোনা যায় না আবির বুঝতে পাড়ে ও লাইন কেটে দিয়েছে ।
আবার কল করে আবির “এই লাইন কেটে দিলা ক্যান”
“ আমার ইচ্ছা হয়েছে তাই” তমা উত্তর দেয়
“ কিছু না বলেই লাইন কেটে দিবে” আবির এর গলা চড়া হয়
“ কেন তুমি না বলে নানা বাড়ি চলে যাবে আর আমি লাইন কাটতে পারবোনা” ভীষণ আশ্চর্য হয়েছে এমন ভাব নিয়ে জিজ্ঞাস করে তমা ।
“ দুটো কি এক জিনিস হলো” আবির দাতে দাঁত চেপে জিজ্ঞাস করে
“ আমি তো কোন তফাৎ খুঁজে পাচ্ছি না” তমা নির্লিপ্ত ভাবে উত্তর দেয়
“ তোমার সাথে কথা বলাই বৃথা” রেগে মেগে বলে আবির
“ তাহলে বলছো কেন না বললেই পারো ব্রেক আপ করে নাও” তমার কণ্ঠ এখনো নির্লিপ্ত
“ কি বলছো এ সব এখানে ব্রেকাপ এলো কোথা থেকে” আবির অবাক হয়ে যায়
“ তুমি বললে আমার সাথে কথা বলা বৃথা আর কথা না বললে সম্পর্ক রেখে কি লাভ” কিছুই হয়নি এমন একটা ভাব করে বলে তমা।
আবির আর নিজেকে ধরে রাখতে পাড়ে না “ আচ্ছা যাও এখন থেকে ব্রেকাপ”
“তুই কি আমার সাথে ব্রেকাপ করবি , আমি তোর সাথে ব্রেকাপ করলাম” চেচিয়ে উঠে তুই তুকারিতে নেমে আশে তমা
“তুই না আমি তোকে ডাম্প করলাম” আবির ও তুই এ নেমে আশে
“গো টু হেল”
“ইউ গো টু হেল”
লাইন কেটে যায় , আবির মোবাইল পকেতে রেখে সিদ্ধান্ত নেয় আগামি ২৪ ঘণ্টার মাঝে নতুন রিলেশন শিপ করবে ও। উঠানে হাটে আর চিন্তা করে কার সাথে করা যায়।
“ নানা ভাই কাকে নরকে পাথাচ্ছিস” জানালা দিয়ে মুখ বের করে জানতে চায় মোস্তফা সাহেব।
“ তুমি তমার চরকায় তেল দাও” নানার উদ্দেশে বলে আবির ।
সারারত ঘুম হয় না আবিরের , মাথায় একে একে ১০-১২ টা নাম এসেছে দুই এক জনের সাথে চ্যাট করাও হয়ে গেছে । এমন সময় মোরগ ডেকে সকালের ঘোষণা করে । বাইরে এসে দাড়ায় আবির , সকালের ফুরফুরে হাওয়ায় মনটা ভালো হয়ে যায় ওর । মনে মনে ভাবে নাহ তমা কে একবার বলে আসাই উচিৎ ছিলো । ঠিক তখন ওর নানা বাড়ির গেঁট দিয়ে ঢুকে । নিশ্চয়ই নামাজ পরে ফিরে এসেছে ।
“ কি নানা ভাই এতো সকালে’
“ এমনি উঠলাম নানাভাই, সকাল যে এতো সুন্দর হয় আগে জানা ছিলো না” এই বলে আবিরের মুখটা ভার হয়ে যায় । দ্রুত নিজের ঘরে চলে যায় আবির। আর ঠিক তুখনি ওর মোবাইল বেজে ওঠে স্ক্রিনে বাবু লেখা আর তার নিচে তমার হাসসজ্জল মুখ ।
“ হ্যালো কেন কল করেছো? তমার সব কিছু আমি অলরেডি ডিলিট করে দিয়েছি” আবির গম্ভির কণ্ঠে বলে
“ হ্যালো বাবু আই এম সরি” এই বলে তমা আর কোন কথা বলতে পাড়ে না ডুকরে কেঁদে ফেলে । আবির নিজেও বোবা হয়ে যায় চুপ চাপ দাড়িয়ে থাকে বলতে চায় আই এম সরি , কিন্তু বলা হয় না । এমন সময় আবির আবার অপ্র নানার কণ্ঠ শুনতে পায় । কার সাথে যেন কথা বলছে
“ আরে তোমারা কি ব্যাপার”
“চলে এলাম আব্বা আপনার সেবা করতে” এটা ওর বাবার কণ্ঠ বুঝতে পাড়ে আবির ওর মনটা একটু ভালো হয় কারন গতকাল মা বাব্র মাঝে ঝগড়ার পুরভাবাস দেখতে পেয়েছিলো ও ।
“ আই এম সরি জান” আবির ফিস্ফিসিয়ে বলে
ওদিকে তমা কাদছে ।আর এদিকে ওর নানা চেচিয়ে ওর নানি কে ডাকছে ।
“ কই গো কোথায় গেলে , আমাকে বাজারের ব্যাগ টা এনে দাও জামাই এসেছে যাই দেখি ভালো মাছ এলো কিনা দেরি হলে শেষ হয়ে যাবে”
সমাপ্ত
Jupitar10 দাদার দেবস্রী গল্পের একটি লাইন থেকে আমার মাথায় এই গল্পটা এসেছে । তাই দাদা কে কৃতজ্ঞতা প্রকাশ করছি