21-02-2021, 06:58 PM
(21-02-2021, 01:40 PM)bourses Wrote:
মাতৃভাষা
মাতৃভাষা সে তো মাতৃসম
সাহিত্যের মাঝে তারই বাস,
চলায় বলায় তারই ব্যবহার
অন্তরের ভাঁজে মধুরতার চাষ।
মাতৃভাষা মানে পুষ্টির ভাণ্ডার
উচ্চারনের মাঝে গৌরব আঘ্রান,
ভালোবাসায় ঘেরা আম্রকাননে
সদ্য ফোটা মুকুলের সুরভিত ঘ্রাণ।
মাতৃভাষা মানে নির্মল হৃদয়বন্ধন
ঐশ্বর্যে মোড়া এক শাশ্বত সত্য,
শুভ্রতার কোমল চন্দন দিয়ে গড়া
অনন্য অনুভূতি মনকুটিরে নিত্য।
মাতৃভাষা সে তো মায়ের ভাষা
যার ছন্দে পুষ্করিণী হয় টলমল,
ছবি আর কবিতায় খুঁজে পাওয়া
কাজল কালো গরবী সমুজ্জ্বল॥
অসাধারণ... জাস্ট অসাধারণ!!
আর লেখার ক্ষেত্রেও মাতৃ ভাষা মানে নিজের ভিতরের মূল বক্তব্য সুস্পষ্ট ভাবে ব্যক্ত করা. একদম নিজের মতো করে.
আর হ্যা আমার থ্রেডে মনোমোহন মিত্রের যে অসাধারণ ডায়লগটা লিখেছো সেটা একদম সত্যি. ওই চরিত্রের স্রষ্টা নিজে যে কি লেভেলের প্রতিভাবান ছিলেন উফফফ!