21-02-2021, 02:33 PM
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ।
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ।
উপরের কথাগুলো আমরা কতক্ষন মনে রাখি তা জানিনা কিন্তু আমাদের ভেতরের বাঙালি কিন্তু
কোনোদিন এইসব কথার কিছু ভোলেনা
তাই আসুন আমরা ভালোবাসি নিজেকে, পিতা মাতাকে, নিজের আপনজনকে আর নিজের বাংলাকে ❤