20-02-2021, 04:14 PM
(18-02-2021, 06:59 PM)Nilpori Wrote: দূর সুদূরের কোথায় আঁকা
মিঠেল ভোরের স্বপন ডাকা
আছে কিনা তাও জানা নাই
হওয়ার তালে ভেসে থাকাই
এখন উপায় আর কিছু নাই –
ভয় কে তাই মিছেই ডরাই –
উপায় যে নাই –
চল ভেসে যাই – চল ভেসে যাই।
@নীলপরী
পাহাড়ী জঙ্গল থেকে উড়ে এসে
খোলা জানলা পাঁচকোণা ঘরে
আমার শব্দের রেশ উড়ে যায়
নামহীন নদীটির ধারে
স্বপ্নের ভিতর ফোটে স্নেহের মতন জোৎস্না
বৃদ্ধ কৃষকের ছায়া
আলপথে দাঁড়িয়ে ধানের গন্ধ নেয়
ঘুমে আঠা হয়ে আসে দূরে কোন অচেনা নারীর চোখ
এ যেন শিল্পের রূপ
এই দিক শূন্য ওড়াউড়ি
বাতাসে তুলোর বীজ।