19-02-2021, 09:03 PM
(19-02-2021, 08:43 PM)Nilpori Wrote: সেই তো এক ই রকম দৃষ্টিভঙ্গি থেকে ই আবার ও ব্যাপার টা দেখছেন। আমি আবার ও বলছি কোন এক, দু জন কে দিয়ে কেন সবাই কে বিচার করছেন?তর্ক টা অন্য সময়ের জন্য তুলে রাখলাম। বহুবছর ধরে এই তর্ক টা কিন্ত চলে আসছে। টপিক টা নতুন না। তুমি আমার ওপর রাগ করো না নীল পরী......... এখন এই তর্ক যদি চলতে থাকে তাহলে গল্পের সুর টা নষ্ট হবে। দাদা আবার তিয়াসার প্রেমে পড়ে গেল মনে হয়। আর আমি শুধু খুজেই চলেছি কিন্ত কাউকে পেলাম না। চাই একজনকে পরী খুব নিজের মতন করে, যাকে সব কথা বলা যেতে পারে, যার সব কথা শোনা যাবে। যে আমাকে বুঝবে, আমিও কাউকে বুঝতে চাই। তর্ক করার জন্য তো সারাজীবন পড়ে রয়েছে। হাহাহাহাহা...... গল্পটা কি ঠিক মতন এগোচ্ছে? তুমি চাইলে কিছু সাজেসান অবশ্যই দিতে পারো। মেল করে দিও। অপেক্ষায় রইলাম। ভালবাসা নিও।
এবার বলি আপনি যেটা বলছেন সেটা তো সেই কথা টা ই established হল, যে আজন্মকাল লালিত নারীর ত্যাগ এর কোন সীমানা নেই, তাই তো তার বিচ্যুতি ও পুরুষ তান্ত্রিক সমাজে সেটা সহ্য করা হয় না। কিন্তু একটা কথা না বলে পারছি না, সেটা হল,
পরিবর্তন আর সময়।
মহাকালের স্রোত এর টানে পরিবর্তন অবশ্যম্ভাবী।
চার্লস ডারউইনের বিবর্তনতত্ত্বে বলেছেন এটা ই।
survival for the fittest and riddle for existence.
আপনি বলতে গিয়ে দুই প্রজন্মের কথা এনেছেন,
এক বার ভেবে দেখেছেন কি যে আগের প্রজন্মের সময় এর আর্থসামাজিক পরিস্থিতি কি এখন এর সাথে মেলে??
নারী কিন্তু সেখানে survive করার যথেষ্ট প্রয়াশ করে চলেছে। কিন্তু পুরুষ সেই বস্তাপচা ধ্যানধারণা নিয়ে পরে আছে যে, নারী মানে ই সে যুগমত র্নিবিশেষে সামাজিক যূপকাষ্ঠ এ বলি প্রদত্ত।
কোন দিন ভেবেছেন নারীর পরিচয় কি??
জন্মের পরে তার বাবা, দাদার পরিচয়ে সে পরিচিতা হয়, বিয়ের পরে স্বামী র, আর শেষ বয়সে এসে পুত্রর পরিচয় এ সে বেঁচে থাকে। এর মধ্যে তার একান্ত নিজের বলে তো কিছুই নেই।
কোনদিন ভেবেছেন যে কিসের কারনে চিরকাল শুধু নারী কে ই স্বার্থত্যাগ করে যেতে হবে???
একটা মেয়ে বিয়ে হয়ে নতুন একটা পরিবারে আসে, তাকে সেই পরিবারে গ্রহণ করার দায় কিন্তু সেই পরিবারের ই। এক বার ভাল করে নিজের চারপাশে চেয়ে দেখুন তো সেটা কি হয়? প্রথম থেকে ই তো তার ওপর চাপ থাকে যে এটা মানো ওটা মানো।
আর এই মানো টা মানে ই তো তার অস্তিত্ত কে কোনঠাসা করা, আর জোর করে মানানো তে ই তো ভবিষ্যত এর দ্রোহ সৃষ্টি করে দেয় তার মনে।
তাই এক বার চোখ বন্ধ করে খোলা মনে ভাবুন তো ভুল টা কোথায়??
প্লিজ শুধু মাত্র পুরুষ এর দৃষ্টি কোন থেকে না, সামগ্রিক ভাবে ভাবুন।
অপরাধ নেবেন না রাজদীপ, জানি না ঠিক বোঝাতে পারলাম কিনা।
গল্প টা এগিয়ে নিয়ে চলুন সাথে আছি।।।
তোমাকে খুঁজে বেড়াই