19-02-2021, 03:53 PM
(18-02-2021, 06:52 PM)Nilpori Wrote: অনেক দিন পরে তোর থ্রেড এ আসলাম। লেখা টা অনেক পরিনত ভাবে এগোচ্ছে। আর একটা ব্যাপার সেটা হল বাংলাদেশের গ্রামের যে ভাষা তুই ব্যবহার করছিস চরিত্রদের মুখে তা অনেক পাঠক ই জানেন না, এটা অসাধারণ সুন্দর ভাবে এনেছিস। সাথে গ্রাম বাংলার রাজনৈতিক একটা প্রেক্ষপট ও তুলে ধরেছিস, সেটা ও খুব ভালো।
এগিয়ে চল।
হেহ, নেমন্তন্ন করে নিয়ে আসতে হয়েছে । এমনি এমনি কি আসা হয়েছে ।