19-02-2021, 12:15 PM
(This post was last modified: 19-02-2021, 12:19 PM by ddey333. Edited 2 times in total. Edited 2 times in total.)
(18-02-2021, 11:33 PM)Nilpori Wrote: দাদা কোন একজন কে দেখে বা জীবনে অনুভব করে,
পুরো নারী জাতির ই তো অপব্যাখ্যা করে দিলেন। এটা অন্তত আপনার মত মননশীল মানুষের কাছে আশা করি নি।
আপনি দু ভাবে ব্যখ্যা করেছেন।
আর আমি এই ভাবে যদি বলি.....
নহোতস্মি দদায়ে চ,
তবেৎ হতমানে ভ্য।
য জিবেৎ ইহ,
তদায়ে নারী মস্যৎ।
সকল ই জীবিত বস্তুর সৃষ্টি র মূল আধার হল প্রকৃতি। আর নারী ই হল সেই প্রকৃতি।
তাই নারীর সমস্ত কৃচ্ছ্রত্যাগ ই তো আজন্ম সময় থেকে ই বিদ্যমান।
আর এর সামান্যতম বিচ্যুতি ও পুরুষ তান্ত্রিক সমাজে গেল গেল রব তুলে দেয়।
কিন্তু পুরুষ রা কোনদিন ই তো নিজের দিকে আঙ্গুল তুলতেই শেখে নি। কোনদিন ভেবে দেখে না তারা তাদের দিক থেকে সঠিক তো?? আর ভাবার মত তো কিছু ই নেই।
তারা তো সোনার আংটি। তা সে বেঁকা ই হোক না কেন।
হয়তো একটু বেশি বলে ফেললাম।
কেউ কেউ হয়ত আমায় নারীবাদী বলে ও দাগিয়ে দিতে পারেন।
সে আপনারা বলুন।
আমি কিন্তু সত্য টা ই বললাম।
এর পরে দাদা হয়তো রেগে যেতে পারেন আমার উপর।
রাগ করবেন না দাদা প্লিজ।
একবার ভেবে দেখবেন।
আমি কেন আপনার উপর রাগ করব নীলপরী ? তবে আপনার কথা কিছুটা হলেও সত্যি ! নারী মানেই যে প্রকৃতি সেটা শুধু আমি কেন সমগ্র বিশ্ব জানে ! কিন্তু প্রকৃতিরও কিছু খামখেয়ালিপনা আছে আর সেই খামখেয়ালিপনাকেই বিকৃত মানসিকতার উত্তরাধিকারি নারীরাই হয় সেটা হয়তো আপনি অস্বিকার করতে পারবেন না ! প্রকৃতির কাছে পুরুষ সব সময় দাস হয়েই এসেছে ! তাই তাকে দোষ দেবার জন্য কিছু বিশেষণ যেমন " সোনার আংটি বা লাট সাহেব ইত্যাদি ইত্যাদি যোগ করা হয়েছে ! এবার প্রশ্ন আসবে তাহলে পুরুষ কেন নারীকে দাবিয়ে চলতে চায় বা ভালবাসে ?
সেই উত্তরটা আমাকে দিতে হবে না ! কারন প্রকৃতি যখন নিজেই ভোগ্য হয়ে সামনে আসে তখন পুরুষ কি করে নিজেকে ঠিক রাখবে ? আগে একটা প্রচলিত কথা ছিল " সংসার সুখের হয় রমনির গুনে ! " আসলে কি এটা সঠিক কথা? না ! কারন সংসার কখনো একার হয়না ! সবাইকে মিলিয়ে মিশিয়েই সংসার হয় ! কিন্তু কিছু নারী সবাইকে মিলিয়ে নিয়ে চলতে পারেনা ! যেমন সুমিত্রা ! এই রকম অসংখ্য সুমিত্রা আজকের সমাজে বিদ্যমান ! তারা শুধুই নিজের বোঝে ! আর প্রকৃতি যখন নিজের বুঝতে চায় সেখানে পৃথিবীতে প্রলয় অবশ্যম্ভাবী ! আর প্রকৃতির সেই ভয়ঙ্কর রুপ কে কখনো আমরা কালি ! চণ্ডালী আরও কতো নামে বিভূষিত করে থাকি !কথাটা হয়তো আমি ঠিক বোঝাতে পারলাম !