19-02-2021, 09:54 AM
(18-02-2021, 05:06 PM)bourses Wrote: ইন্দ্রের জন্য একটা ছোট্ট উপহার... আশা করি ভালো লাগবেকোনও কথা হবে না ভাই। তুমি যা লিখেছ, অতুলনীয়...... পড়ে মনে হচ্ছে কবিতা দিয়ে সমাজের কাছে আমার পরিচয় করিয়ে করিয়ে দিলে। এখন মনে হচ্ছে ভাগ্যিস গল্পটা লিখছি, তা নাহলে, কোথায় পেতাম এমন কবিতা? প্রতিটা লাইন একদম আমার নিজস্ব। গল্পটা শেষ হয়ে যাবে একদিন, তবে তোমার কবিতা টা বিশেষ করে আমার ডাইরির পাতায় চিরদিন থেকে যাবে। কি বলব? ধন্যবাদ? না না ...... এর থেকেও অনেক বেশি কিছু। অনেক বার পড়লাম......... আমি বাক্রুদ্ধ। চিরদিন ভালো থেক তুমি বোরসেস।
শুনেছো কখনও পুরুষের কান্না ?
যার মাঝে লুকিয়ে স্বপ্নভঙ্গের বেদনা,
নয়তো বা হয়েছে চেতনার অবক্ষয়
নয়তো অকাল বিচ্ছেদের যাতনা !
যদি শুনতে তুমি তাহলে বুঝতে
ওরাও কাঁদে একাকীত্বের দেশে নীরবতায়,
হবেনা শব্দ, পড়বে না ঝরে বারিধারা
নিঃশব্দ কান্না ওদের চোখের পাতায়।
প্রতিনিয়ত করে চলে ওরা সংগ্রাম,
বজায় রাখতে সমাজে ওদের অস্থিত্ব,
নিজ হোক বা অন্যের দায়িত্ব বয়ে
লড়াই করে স্থাপন করতে হয় রাজত্ব।
তবু ওদের বাঁচতে যে হয় সদা হাসিমুখে
পুরুষের চোখে জল একদম মানায় না,
প্রতিষ্ঠিত হয়ে সংসারে দায়িত্ব না নিলে
সমাজে নাকি ওদের মুখ দেখানো যায়না।
পুরুষ নাকি স্বাধীন ? যা ইচ্ছে করতে পারে
শোনো তবে ওরাও পায়নি পূর্ণ স্বাধীনতা,
কর্মক্ষেত্রে বসের কথাতেই যে ওঠা-বসা
নিজইচ্ছায় এগোলে হাজারো প্রতিকূলতা।
সারাদিনের ক্লান্তি মেখে ঘরে ফিরে খোঁজে শান্তি
চায় একটা নিরিবিলি একটা পরিবেশ,
তবু সবার মুখে সমালোচনা শুনে চলে
তুমি ছাড়া সংসার টা থাকতে লাগে বেশ।
তবুও এসব নিয়ে চলতে যে হয় ওদেরকে
ঝড়-ঝঞ্ঝা কিংবা বাধা বিঘ্ন আসুক যতই,
একাকী মনে দুঃখী ওরা কাঁদে যে নিঃশব্দে
"পু-রু-ষ" আছে সমাজেে তাই সুখীর মতোই।।
তোমাকে খুঁজে বেড়াই