18-02-2021, 11:33 PM
(18-02-2021, 08:20 PM)dada_of_india Wrote: ক্ষমা করবেন ! রাজদিপের হয়ে আমি উত্তরটা দিতে চাইছি বলে ! যদি ভালো করে আমার কমেন্ট গুলো পরেন তাহলে বুঝতে পারবেন আমি কেন বলছি ! আপনার কোথায় নারী মানে যাই হোক না কেন আমার ভাষায় নারীর মানে -
না - মানে সকল কিছুই বৃথা আমাকে ছাড়া !
রী - রিক্ত করে তবেই ছাড়বো ! ( এটা আমার জীবনের খুবই কষ্টদায়ক অভিজ্ঞত্যা !)
আর আমাদের মায়েদের কথায় নারী মানে -
না - নাতস্মি জিবতি ( মানে "না আমি ছাড়া কোন জীবন সৃষ্ট হয় ! না আমি ছাড়া কোন জীবন মিষ্ট হয় ! )
রী - রীতি নিতি গতি প্রগতির সকল কিছুই মুলে আমি !
দাদা কোন একজন কে দেখে বা জীবনে অনুভব করে,
পুরো নারী জাতির ই তো অপব্যাখ্যা করে দিলেন। এটা অন্তত আপনার মত মননশীল মানুষের কাছে আশা করি নি।
আপনি দু ভাবে ব্যখ্যা করেছেন।
আর আমি এই ভাবে যদি বলি.....
নহোতস্মি দদায়ে চ,
তবেৎ হতমানে ভ্য।
য জিবেৎ ইহ,
তদায়ে নারী মস্যৎ।
সকল ই জীবিত বস্তুর সৃষ্টি র মূল আধার হল প্রকৃতি। আর নারী ই হল সেই প্রকৃতি।
তাই নারীর সমস্ত কৃচ্ছ্রত্যাগ ই তো আজন্ম সময় থেকে ই বিদ্যমান।
আর এর সামান্যতম বিচ্যুতি ও পুরুষ তান্ত্রিক সমাজে গেল গেল রব তুলে দেয়।
কিন্তু পুরুষ রা কোনদিন ই তো নিজের দিকে আঙ্গুল তুলতেই শেখে নি। কোনদিন ভেবে দেখে না তারা তাদের দিক থেকে সঠিক তো?? আর ভাবার মত তো কিছু ই নেই।
তারা তো সোনার আংটি। তা সে বেঁকা ই হোক না কেন।
হয়তো একটু বেশি বলে ফেললাম।
কেউ কেউ হয়ত আমায় নারীবাদী বলে ও দাগিয়ে দিতে পারেন।
সে আপনারা বলুন।
আমি কিন্তু সত্য টা ই বললাম।
এর পরে দাদা হয়তো রেগে যেতে পারেন আমার উপর।
রাগ করবেন না দাদা প্লিজ।
একবার ভেবে দেখবেন।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।