18-02-2021, 08:20 PM
(18-02-2021, 06:39 PM)Nilpori Wrote: খুব সুন্দর এগোচ্ছে গল্প টা।
কিন্তু একটা contradiction ভাবাচ্ছে বার বার।
গল্প তে যেমন পরেছি প্রথম থেকে।
সুনন্দা দেবী তো কোনদিন সুমিত্রা র সাথে খারাপ ভাষায় কথা বলেন নি, বা খারাপ ব্যবহার ও করেন নি।
তাহলে সুমিত্রা কেন এত rude behave করে?????
আর একটা ব্যাপার ও আছে,
নিজের স্বামী র ওপর অধিকার বোধ টা ষোল আনা আছে, কিন্তু স্বামী যে কেন দূরে সরে যাচ্ছে তার কোন বোধ নেই??
আমি লেখকের সমালোচনা করছি না।
শুধু মাত্র এক পাঠিকা হিসাবে, নারীর দৃষ্টিকোন থেকে দেখছি।
কিছু মনে করবেন না রাজদীপ,
কথা টা না বলে পারলাম না।
ক্ষমা করবেন ! রাজদিপের হয়ে আমি উত্তরটা দিতে চাইছি বলে ! যদি ভালো করে আমার কমেন্ট গুলো পরেন তাহলে বুঝতে পারবেন আমি কেন বলছি ! আপনার কোথায় নারী মানে যাই হোক না কেন আমার ভাষায় নারীর মানে -
না - মানে সকল কিছুই বৃথা আমাকে ছাড়া !
রী - রিক্ত করে তবেই ছাড়বো ! ( এটা আমার জীবনের খুবই কষ্টদায়ক অভিজ্ঞত্যা !)
আর আমাদের মায়েদের কথায় নারী মানে -
না - নাতস্মি জিবতি ( মানে "না আমি ছাড়া কোন জীবন সৃষ্ট হয় ! না আমি ছাড়া কোন জীবন মিষ্ট হয় ! )
রী - রীতি নিতি গতি প্রগতির সকল কিছুই মুলে আমি !