18-02-2021, 07:02 PM
(17-02-2021, 09:14 PM)ddey333 Wrote: যদিও আমি নিজেই সাংঘাতিক জ্বরে আক্রান্ত , বিছানায় পরে আছি , তাই দুদিন এখানে আসা হয়নিআপনি ও পিনুবাবু দুজনেই সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।
তাও ভাবলাম সবাইকে জানানো দরকার একটা ব্যাপারে।
পিনুদার সঙ্গে কাল দুপুরে কথা হয়েছিল একটু , শরীর স্বাস্থ ভালো আছে ওনার সেটা নিয়ে কোনো চিন্তা নেই
কিন্তু একটা ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রচন্ড চিন্তায় আর মানসিক অবসাদে আছেন উনি ,
এই অবস্থায় আমার সবার কাছে একটাই অনুরোধ , আপডেট এর জন্য কেউ যেন চাপ না দেয় ওনাকে , অপেক্ষা করবো সব , খারাপ সময় কেটে যাবে আর আমাদের ওই পুরোনো চির উৎফুল্ল পিনুদা খুব তাড়াতাড়ি আবার এখানে এসে , গল্প তো লিখবেই , তাছাড়াও মজার মজার কথা বলবে। । সবার শুভকামনা চাই আমাদের প্রিয় পিনুদার জন্য .....
পিনুবাবুর যাবতীয় সমস্যার সমাধান হোক সুষ্ঠুভাবে। আবার থ্রেডে থ্রেডে চাঁদের হাট বসুক