18-02-2021, 06:59 PM
(17-02-2021, 09:17 PM)dada_of_india Wrote: জখম যখন নীলচে হয় ......
হয়না গভির ক্ষত !
যন্ত্রণা সব বেড়িয়ে আসে !
প্রনয়ের রঙে যত !
তাইতো ভালবাসিনা আর
ছল করে যাই আজ !
মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি
সাজি নবযৌবনের সাজ !
রক্তক্ষরণ কেউ দেখেনা
দ্যাখে মুখের হাসি !
মৃত্যুকে তাই আজ জরিয়ে বলি
ওগো ! তোমায় বড্ড ভালবাসি !
দূর সুদূরের কোথায় আঁকা
মিঠেল ভোরের স্বপন ডাকা
আছে কিনা তাও জানা নাই
হওয়ার তালে ভেসে থাকাই
এখন উপায় আর কিছু নাই –
ভয় কে তাই মিছেই ডরাই –
উপায় যে নাই –
চল ভেসে যাই – চল ভেসে যাই।
@নীলপরী
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।