18-02-2021, 02:26 PM
(17-02-2021, 08:41 PM)bourses Wrote: বিগত বেশ কিছুদিন তোমার গল্পে ঢুকতে পারিনি, আজ তাই এক টানা পড়ে শেষ করলাম।
গল্প নিয়ে নতুন কোনও মন্তব্য করব না, সেতো আর সবাই বলে দিয়েছে, শুধু একটা কথাই মানতে হবে, যে ভাবে সুমিত্রার মানসিকতা তুলে ধরেছ, তাতেই ফিদা হয়ে গেলাম আমি
মুয়াহ
(17-02-2021, 09:51 PM)bourses Wrote: Bara ofc chhere onner barir meye bouder chan korabar kaajta kobe theke nile gandu?
তোমাকে মাফ করবো কি করবনা সেটা ভাবছি। শালা দেখাই নেই। তারপর ভাবলাম, তুমি কেনই বা আমাকে মনে রাখবে? আমি কি এমন ভালো লাগার মতন গল্প লিখি যে তুমি আমার থ্রেডে ঢুকবে? আমার ওপর ফিদা হয়েছ, শুনে ভালো লাগল, সুমিত্রার ওপর আবার ফিদা হয়ে যেও না যেন। সাংঘাতিক দাপুটে সুন্দরী, সামলাতে পারবে না। আমাকেই বহু কষ্টে সামলাতে হয়।
এই বোকাচোদার কথা বাদ দাও। আমি নিজে ভীষণ রকমের সেন্টিমেনটাল, কিন্তু এই লেবেলের মাল এখনও দেখিনি আমি। ভালো মানুষ খুব, যা কে শুধু ভালবাসা যায়, অভিমান করা যায়, রাগ করা যায় না। মাঝে মাঝে এই গরিবের থ্রেডে ঢুকে দুটো শব্দ লিখে দিও। নিজেকে ভাগ্যবান মনে করবো।
তোমাকে খুঁজে বেড়াই