17-02-2021, 03:46 PM
(This post was last modified: 17-02-2021, 03:46 PM by bourses. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-02-2021, 07:38 PM)dada_of_india Wrote: স্বপ্নরাও স্বপ্ন দেখতে বাসে ভালো !
তাই বলে কি স্বপ্নের ভোরে জ্বলে আলো ?
হৃদয় তো ডাকে অনেক !
কিন্তু সেই ডাক যে হয় শুধুই ভেক !
তাইতো স্বপ্ন দেখা দিয়েছি ছেরে !
বাস্তব এখন আমায় তাড়া করে ফেরে !
(15-02-2021, 07:42 PM)dada_of_india Wrote: আমি স্বভাবজাত কবি ! পিনু বা দেবু সেটা জানে ! এখন শখের লেখক হবার চেষ্টা করেছি কিন্তু হতে পারছিনা ! আমার অনেক লেখা তখনকার দিনের যুগান্তর পত্রিকাতে ছাপা হয়েছিলো ! পরিবেশের প্রতিকূলতা আর জীবনের সংঘর্ষের জন্য সবই ছেরে দিয়েছিলাম ! এখন আর লিখতে ইচ্ছা করে না !
হায় আমাদের দুঃখ আছে কতো রকম
বুকের ক্ষত, মনের বারো গাঢ় জখম
আমি যেমন দুঃখ করি
দঃখ করি
অনেক কিছু
ঠিক যে আমি ছুটি কখন কিসের পিছু
তাই জানি না
শীতের দিনে হাত বাড়িয়েও ঘরে একটু রোদ আনি না
কেন যে ঠিক দুঃখ করি তাই জানি না;
এই তো আমি ইচ্ছে করলে খেতে পারি, ঘুমোতে পাই যখন তখন
অসুখ হলে কিনতে পারি অ্যাসপ্রো কিংবা চোখের জন্য
দামী লোশন
বাসে চড়ে ঘুরতে পারি এখান থেকে অনেক খানি,
কিংবা যেমন কারো কারো প্রেমের জন্য প্যানপ্যানানি
প্রেম হলো না, হলো না ঠিক আলাপ কোন মেয়ের সাথে
দিনেরাতে
বাদশাজাদীর তসবীর নিয়ে নরম বিলাস
ও-সব ছাই নেই কিছুরই কোন আভাস
আমার মধ্যে, তবু আমি দুঃখ করি
কিসের জন্যে দুঃখ করি তাই জানি না
গাই বিয়োবার আশায় ঘরে ধান ভানি না
সবাই আমরা দুঃখ করি একটা কিছুর দুঃখ করি
ঘটিবাটি, বসতবাড়ি, ফুলদানি বা সোনার বাসন
হাত বাড়াবার শক্ত লাঠি
পরিপাটি সোনার জীবন
হলো না ঠিক যেমনটি চাই দুঃখ করি
সবাই আমরা একটা কিছু দুঃখ করি
কেন যে ঠিক দুঃখ করি তাই জানি না
কেবল বুঝি বুকের নিচে সুনীল জখম।