17-02-2021, 03:44 PM
(15-02-2021, 03:49 PM)cuck son Wrote: আধুনিক কালের পূর্ববর্তী সময় নিয়ে লিখার আমারও খুব শখ । তবে একটা জিনিস নিয়ে সমস্যায় পড়ি সেটা হচ্ছে বয়স । আঠারো নামের যে একটা গিট্টু পাকানো আছে এই আধুনিক কালে সেটা তো তখন ছিলো না । ছেলে গুলি তো ১৬ তে যুদ্ধের ময়দানে চলে যেত আর মেয়ে গুলি সেটা না হয় নাই বললাম পাছে আমায় কেউ লম্পট ভেবে বসে ।
ভালোই তো... শুরু তো করে দিন এই নিয়ে... না হয় ওই আঠারোর গিট্টুটাকে সযন্তে উহ্য রেখে... একটু কথার মার প্যাঁচে ঘুরিয়ে রেখে... আর কে কি ভেবে বসবে, তাই ভাবলে কি আর আমাদের চলে? আমরা লিখি পাঠকদের একটু আনন্দ দিতে... তাতে যদি কেউ অন্য কিছু ভেবে বসে, বসুক না...
(17-02-2021, 02:38 PM)cuck son Wrote: রুদ্রনারায়ন তো জীবিত অবস্থাও স্বর্গেই ছিলো । বাড়িতে গিন্নি ছাড়াও শত শত দাসী আঙ্গুলি হেলনে সব কিছু সঁপে দিচ্ছে । এছাড়া গ্রামের প্রজারা তো বিনা দ্বিধায় নিজেকের বউ ঝি কে দিয়ে দিচ্ছে । এমন একটা ভাব যেন ঠাকুরের পুঁজয় ব্যাবহার হচ্ছে ওদের বাড়ির মেয়েরা ।
আসা করি রুদ্রনারায়ন এখনো স্বর্গেই আছেন , নয়ত বেচারার বড় কষ্ট হবে যে ।
হা হা হা... এটা ভালো বলেছেন... তবে শুধু রুদ্রনারায়ণ কেন? অতীতে প্রায় বেশির ভাগ জমিদাররাই তো এই রকম স্বর্গেই বাস করতেন... এখন সেই স্বর্গ যেমন ভোগ করেন নেতারা... নিজেদেরকে এক একজন রুদ্রনারায়ণ মনে করে নিয়ে...