17-02-2021, 02:13 PM
চিৎকার করে অটো চালকের উদ্দেশ্যে বলে ওঠে, “দেখ কে নাহি চালা সাক্তা? সিধা আ কে মার দিয়া। অন্ধা হায় ক্যা”? বছর ২০ এর একটা ছেলে অটো চালাচ্ছিল। ইন্দ্রর কথা শুনে তেড়ে আসে ইন্দ্রর দিকে। “ক্যা বোলা রে”, বলে। ইন্দ্র ছেলেটার দিকে একবার তাকিয়ে দেখে, রোগা পটকা…… সে ইচ্ছে করলেই ছেলেটাকে উঠিয়ে ধরে দূরে ছুড়ে ফেলে দিতে পারে। কিন্তু কিছুক্ষণ চুপ করে পরিস্থিতি কে বোঝার চেষ্টা করে। সাথে সুমিত্রা আছে। ঝামেলা বাঁধানো বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু সবকিছু বোঝার আগেই সুমিত্রা খাপ খোলা তরবারির মতন ইন্দ্রর পেছন থেকে ছিটকে বেড়িয়ে এসে, সোজা ওই ছেলেটার মুখের সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটার জামার কলার চেপে ধরে ঝাঁকিয়ে বলে, “যো বোলা, ফির সে বোল……… জানতা হৈ, হামলগ কউন হৈ? হিম্মাত হৈ তো আউর একবার উনকো কুছ বোল কে দিখাও, ফির ম্যাই বাতাতি হু কি ম্যাই কউন হুন”? ছেলেটা থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে। সুমিত্রা তখনও ওর জামার কলার টা চিপে ধরে রেখেছে। একটু দূরে দাঁড়িয়ে ইন্দ্র সুমিত্রার এই রূপ দেখতে থাকে। এইভাবে সুমিত্রা কে কোনদিনও রুখে দাঁড়াতে দেখেনি সে। আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে সুমিত্রার দিকে। আরে ব্যাপারটা হয়তো খুব সামান্য কিন্তু সুমিত্রা এমন ভাবে স্বামীর হয়ে রুখে দাঁড়াবে, ইন্দ্র স্বপ্নেও কল্পনা করতে পারে নি। রাগ তেজ যেন সুমিত্রার চোখের থেকে ঠিকরে বেড়িয়ে আসতে থাকে। ততক্ষনে ছেলেটা হাত জোড় করে মাফ চেয়ে নিয়েছে। ছেলেটার কলার ছেড়ে দেয় সুমিত্রা ততক্ষনে। ফিরে এসে ইন্দ্রর সামনে দাঁড়ায়। তোমার লাগেনি তো? দেখি কোথায় লেগেছে তোমার? বলে রাস্তায় বসে, ইন্দ্রের মোচকে যাওয়া পা টা হাত বুলিয়ে দেয়। চারিপাশে লোকের ভিড় জমা হয়ে গেছে। তার মধ্যে বেশ কয়েকজন ইন্দ্রর চেনা লোক সামনে এগিয়ে আসে। একজন কে ইন্দ্র ডেকে বলে, তার বাইক টা যেন ঘরে পৌঁছে দেয়। নিজেরা অন্য একটা রিক্সা নিয়ে বাড়ির অভিমুখে রউনা হয়।
ঘটনাটা হয়তো খুব সামান্য। কিন্তু ইন্দ্র কে বেশ ভাবিয়ে তোলে। এক্সিডেন্ট টা যত সামান্য কিন্তু সুমিত্রার ওই ভাবে সবার সামনে ওই ছেলেটার কলার চেপে ধরা টা কিছুতেই ভুলতে পারে না। গভীর প্রভাব ফেলে ব্যাপারটা ইন্দ্রর মনে। নিজেকে নিজে জিজ্ঞেস করে, এই কোন সুমিত্রা কে দেখছে সে? এত গালাগালি, এত কটু কথা, একটু তেই বিরক্ত হওয়া সুমিত্রার এই রূপ কোনদিন ও দেখেনি সে। ইন্দ্র যদি সুমিত্রাকে না ডেকে নিত, না থামতে বলত, তাহলে যে ওই ছেলেটার কপালে চরম দুর্ভোগ ছিল, সেটা ভালোই বুঝতে পারে ইন্দ্র। রিক্সায় যেতে যেতে এইসব ভাবতে ভাবতে হেসে ফেলে ইন্দ্র। একটু জোরেই হেসে ফেলেছিল বোধহয়, সুমিত্রাও ঘুরে তাকায় ইন্দ্রর দিকে। “কি হল হাসছ কেন? এমন কি হল তোমার যে এত হাসি পাচ্ছে শুনি”? সুমিত্রার কথায়, ইন্দ্র এবার একটু জোরেই হেঁসে ওঠে, একটা সিগারেট ধরায়। “ভাগ্যিস ব্যাপারটা হল, নাহলে তোমার দিদিগিরি দেখতে পেতাম না তো………তা এখন রাগ কমেছে তোমার? তাছাড়া অনেকদিন পরে রিক্সায় উঠলাম। বেশ মজা লাগছে ব্যাপারটা"।
ঘটনাটা হয়তো খুব সামান্য। কিন্তু ইন্দ্র কে বেশ ভাবিয়ে তোলে। এক্সিডেন্ট টা যত সামান্য কিন্তু সুমিত্রার ওই ভাবে সবার সামনে ওই ছেলেটার কলার চেপে ধরা টা কিছুতেই ভুলতে পারে না। গভীর প্রভাব ফেলে ব্যাপারটা ইন্দ্রর মনে। নিজেকে নিজে জিজ্ঞেস করে, এই কোন সুমিত্রা কে দেখছে সে? এত গালাগালি, এত কটু কথা, একটু তেই বিরক্ত হওয়া সুমিত্রার এই রূপ কোনদিন ও দেখেনি সে। ইন্দ্র যদি সুমিত্রাকে না ডেকে নিত, না থামতে বলত, তাহলে যে ওই ছেলেটার কপালে চরম দুর্ভোগ ছিল, সেটা ভালোই বুঝতে পারে ইন্দ্র। রিক্সায় যেতে যেতে এইসব ভাবতে ভাবতে হেসে ফেলে ইন্দ্র। একটু জোরেই হেসে ফেলেছিল বোধহয়, সুমিত্রাও ঘুরে তাকায় ইন্দ্রর দিকে। “কি হল হাসছ কেন? এমন কি হল তোমার যে এত হাসি পাচ্ছে শুনি”? সুমিত্রার কথায়, ইন্দ্র এবার একটু জোরেই হেঁসে ওঠে, একটা সিগারেট ধরায়। “ভাগ্যিস ব্যাপারটা হল, নাহলে তোমার দিদিগিরি দেখতে পেতাম না তো………তা এখন রাগ কমেছে তোমার? তাছাড়া অনেকদিন পরে রিক্সায় উঠলাম। বেশ মজা লাগছে ব্যাপারটা"।

