17-02-2021, 02:06 PM
লেখাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার বর্ণনা। বাস্তবতার সাথে যথেষ্ঠ মিল রেখেই গল্পের পটভূমি নির্বাচন করা হয়েছে। যথেষ্ঠ ইরোটিক ভাষা ব্যবহার করা হয়েছে কোনো বাহুল্যতা ব্যাতিরেকে। ভাষা চয়ন থেকে শুরু করে গল্পের অগ্রগতি ছিলো একেবারে সামঞ্জস্যপূর্ণ। শুধুমাত্র গল্পের প্রথম ভাগের জায়গায় দ্বিতীয়ভাগটা নিয়ে না আসলেই হতো। কিংবা দ্বিতীয়ভাগটা লিখার আগে ঘটনাটা যে প্রথম বর্ণনা করা ঘটনার আগে ঘটেছিলো সেটা উল্লেখ করে দিলেও চলতো। গল্পের ধারা অনুযায়ী গৃহকর্ত্রীর সাথে সহবাসের আগেই পরবর্তীতে বর্ণিত গৃহকর্মীর সাথে সংঘটিত ঘটনাটি ঘটেছিলো। আর সে কারনেই বিষয়টা গল্পের ঐ অংশে উল্লেখ থাকা বাঞ্চনীয় ছিলো। এটুকুন ছাড়া গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো বেশ সাবলীল। যদিও এই ঘটনার সাথে কিছু সম্পূরক ঘটনার উল্লেখ থাকলে গল্পটি আরো বেশী জমজমাট হতো বলেই আমার বিশ্বাস।
চমৎকার গল্পটির জন্য লেখককে অনেক অনেক ধন্যবাদ।
আশা করি ওনি তার লেখার ধারা অব্যাহত রাখবেন...
চমৎকার গল্পটির জন্য লেখককে অনেক অনেক ধন্যবাদ।
আশা করি ওনি তার লেখার ধারা অব্যাহত রাখবেন...