16-02-2021, 01:24 PM
(This post was last modified: 16-02-2021, 01:26 PM by bourses. Edited 1 time in total. Edited 1 time in total.)
বেশ কিছুদিন পিনুর থ্রেডে আসা হয় নি আমার... কিছুটা নিজের গল্প লেখার তাগিদে, কিছুটা সময়াভাবে আর কিছুটা পারিবারিক দায়িত্বজ্ঞানে... কিন্তু আজকে এসে একি দেখি? পিনুর থ্রেডে যে কবিতার বন্যার স্রোতে সকলে ভেসে চলেছে... এক অনাবিল সুখোশায়রে... দেখে বড়ই ভালো লাগলো...
নীলপরির আঁকা দুটি স্কেচই অতুলনীয়... অভিভূত আমি ওনার শৈল্পিক সত্তায়... অনবদ্য ওনার লেখনি...
পিনুর শেষ আপডেটটা কি ছিল? প্রথম মিলনের এই বর্ণনা, আহা... এ যেন জ্বলন্ত এক তথ্যচিত্র ফুটে উঠেছে চোখের সন্মুখে... যার মধ্যে এতটুকুও কদর্যতার লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না... অনাবিল ভালোবাসার প্রতিকিস্বরূপ... এটা বোধহয় পিনুর গল্প বলেই সম্ভব...
এই আপডেট পড়ে একটা ছোট্ট কবিতা না দিয়ে পারলাম না... আশা করি পিনুর ভালো লাগবে...
একবার এক রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে
একটি ট্রেনের জানালায় তোমাকে দেখেছিলাম---
গায়ে পশমি-চাদর, চোখে হাল্কা-রঙের সানগ্লাস
তোমার সমুদ্রের মতো গভীর দৃষ্টি---
হয়তো বা আমার দিকেই!
মনে হলো, তুমি ইশারায় ডাকছো আমাকে!
আমার চোখ দু'টো জানালায় স্থির,
পৃথিবীর সব কোলাহল
অকস্মাৎ আফ্রিকার নির্জন বনভূমি হয়ে গেলো;
সব মানুষ এখন অপার স্তব্ধতায় নির্বাক।
এখানে আর কোনদিন গার্ডের হুইসেল বাজবে না
প্ল্যাটফর্মের কাউন্টার থেকে
কোনোদিন বিক্রি হবে না কোন টিকিট
যাত্রীরা লাগেজসহ ফিরে যাবে যার-যার ঘরে;
শুধু লাইনে দাঁড়ানো একটি মাত্র ট্রেন আমার চোখের সামনে
চিরকালের জন্যে অপেক্ষা করবে;
শুধু তুমি ছাড়া ট্রেনের সব কামরা থেকে
সকলেই একে-একে নেমে যাবে এখানে-ওখানে।
আর আমি বিশ্বজয়ী কোনো এক সম্রাটের মতো
একটি কবোষ্ণ ঠোঁটে
খুব সজোরে চেপে ধরবো আমার এই তৃষ্ণার্ত ঠোঁট;
আমরা একে অপরকে জড়িয়ে ধরবো চুম্বকের মতো।
চতুর্দিক অন্ধকার নেমে আসবে
সারা পৃথিবী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে
কিন্তু আমরা আমাদের আলিঙ্গনাবদ্ধ দুই ঠোঁট
পরস্পর চেপে রাখবো ততোদিন
যতোদিন না আমাদের যৌবন শেষ হয়ে যায়!
+5 Rep Added
নীলপরির আঁকা দুটি স্কেচই অতুলনীয়... অভিভূত আমি ওনার শৈল্পিক সত্তায়... অনবদ্য ওনার লেখনি...
পিনুর শেষ আপডেটটা কি ছিল? প্রথম মিলনের এই বর্ণনা, আহা... এ যেন জ্বলন্ত এক তথ্যচিত্র ফুটে উঠেছে চোখের সন্মুখে... যার মধ্যে এতটুকুও কদর্যতার লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না... অনাবিল ভালোবাসার প্রতিকিস্বরূপ... এটা বোধহয় পিনুর গল্প বলেই সম্ভব...
এই আপডেট পড়ে একটা ছোট্ট কবিতা না দিয়ে পারলাম না... আশা করি পিনুর ভালো লাগবে...
একবার এক রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে
একটি ট্রেনের জানালায় তোমাকে দেখেছিলাম---
গায়ে পশমি-চাদর, চোখে হাল্কা-রঙের সানগ্লাস
তোমার সমুদ্রের মতো গভীর দৃষ্টি---
হয়তো বা আমার দিকেই!
মনে হলো, তুমি ইশারায় ডাকছো আমাকে!
আমার চোখ দু'টো জানালায় স্থির,
পৃথিবীর সব কোলাহল
অকস্মাৎ আফ্রিকার নির্জন বনভূমি হয়ে গেলো;
সব মানুষ এখন অপার স্তব্ধতায় নির্বাক।
এখানে আর কোনদিন গার্ডের হুইসেল বাজবে না
প্ল্যাটফর্মের কাউন্টার থেকে
কোনোদিন বিক্রি হবে না কোন টিকিট
যাত্রীরা লাগেজসহ ফিরে যাবে যার-যার ঘরে;
শুধু লাইনে দাঁড়ানো একটি মাত্র ট্রেন আমার চোখের সামনে
চিরকালের জন্যে অপেক্ষা করবে;
শুধু তুমি ছাড়া ট্রেনের সব কামরা থেকে
সকলেই একে-একে নেমে যাবে এখানে-ওখানে।
আর আমি বিশ্বজয়ী কোনো এক সম্রাটের মতো
একটি কবোষ্ণ ঠোঁটে
খুব সজোরে চেপে ধরবো আমার এই তৃষ্ণার্ত ঠোঁট;
আমরা একে অপরকে জড়িয়ে ধরবো চুম্বকের মতো।
চতুর্দিক অন্ধকার নেমে আসবে
সারা পৃথিবী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে
কিন্তু আমরা আমাদের আলিঙ্গনাবদ্ধ দুই ঠোঁট
পরস্পর চেপে রাখবো ততোদিন
যতোদিন না আমাদের যৌবন শেষ হয়ে যায়!
+5 Rep Added