15-02-2021, 03:49 PM
আধুনিক কালের পূর্ববর্তী সময় নিয়ে লিখার আমারও খুব শখ । তবে একটা জিনিস নিয়ে সমস্যায় পড়ি সেটা হচ্ছে বয়স । আঠারো নামের যে একটা গিট্টু পাকানো আছে এই আধুনিক কালে সেটা তো তখন ছিলো না । ছেলে গুলি তো ১৬ তে যুদ্ধের ময়দানে চলে যেত আর মেয়ে গুলি সেটা না হয় নাই বললাম পাছে আমায় কেউ লম্পট ভেবে বসে ।