15-02-2021, 03:26 PM
(13-02-2021, 09:09 PM)Nilpori Wrote: অনেক বাঁধনের থেকে,
কতশত ভালোবাসা আজ ভিখিরি জঠরের মত ৷
কেউ বা মোড় ঘুরেই হঠাৎ অদৃশ্য
কেউ বা মাটির রঙে মিশেগিয়ে ধুসর
কেউ বা ক্ষমাহীন ক্লান্তিহীন সমুদ্রের মতো
শুধুই ছলনায় বিবর্ণ আকাশের টানে –
কখনও জোয়ার অথবা ভাঁটা
সেই উষ্ণতা আমি চুরি করে এনেছি
মনের খেয়ালে গেঁথে অগণন তারা
অস্তিত্বের তন্ময় দেয়ালে
স্মৃতিকে করেছি আমি সীমাহীন সুনীল আকাশ।
সেখানে কয়টি হাঁস শৈবালের আর
বন্ধ্যা তুষারের গন্ডি ছেড়ে পেতে চায়
রৌদ্রের জোয়ার আজও, আজও
নিরুদেগ সাহসী ডানায়!