15-02-2021, 03:24 PM
(13-02-2021, 08:59 PM)dada_of_india Wrote: এখনও আঙ্গুলের উদাস হবার সময় আসেনি !
এখনও কোকিল বসন্তের গান গায়নি !
এখনও নদির জলে খেলেনি ঢেউ !
এখনও ওগো তুমি আমার বলেনি তো কেউ !
এখনও রক্তে আসেনি প্লাবন !
এখনও বর্ষায় আসেনি শ্রাবণ !
এখনও বসে আছি পিপাসিত আমি !
এখনও কে আমার সেটা জানেন অন্তর্যামী !
অনেক সুন্দর নৌকা গহীন নদীর চোরা টানে
দূর নিরুদ্দেশে ভেসে যায়, দেখেছি কি দেয়ালের
শূন্য বুকে? মাঝে-মধ্যে নাগলতা আমাকে জড়িয়ে
ধরে আর অন্ধকারে স্বপ্নের মতই নিরিবিলি
আলখাল্লা কম্পমান। "আয় তুই আমার হৃদয়ে'
বলে গাঢ় কন্ঠস্বর আমাকে স্বপ্নের শুভ্রতায় ডাকে
বোঝা দায়;
স্বপ্নে কিছু স্পষ্ট কিছু অত্যন্ত অস্পষ্ট থেকে যায়।