15-02-2021, 03:23 PM
(13-02-2021, 08:54 PM)dada_of_india Wrote: আমাদের বোকা ভেবে যা বোঝাচ্ছ তাই বুঝছি ! একদিনেই প্রেম ........................ তবুও ভালো ! একটা ভালোবাসার দিকে এগুচ্ছে ! দেখা যাক ! কতদুর গড়ায় !
(15-02-2021, 10:27 AM)ddey333 Wrote: PIZZA HUT অথবা MCDONALD এর ফাস্ট ফুড এর মতো প্রেম একেবারে !!!!
বোরসেস দাদার মতিগতি ঠিক বুঝলাম না !!! কিছু একটা মতলব নিশ্চয় আছে ওনার মাথায় !!
সূর্যনারায়ণ আর অলিভীয়ার প্রেমটাকে একটু দ্রুততাতেই সামনে আনতে হয়েছে... যদি ওদের প্রেমের উপাখ্যাণ সবিস্তারে শোনাতে যাই, তাহলে মনে হয় তাতে তোমাদেরই ভালো লাগবে না... আর দ্বিতীয়তঃ যেহেতু অলিভীয়া আর সূর্যনারায়ণকে পাশ্চাত্য প্রেক্ষাপটে দেখানোর চেষ্টা করেছি, তাই সেখানে আমার মনে হয় দুটি পরিণত মানুষের কাছাকাছি আসার কোন বিশেষ সময় লাগে না, আমরা কি 'love at first sight' কথাটা শুনি নি আগে? ধরে নাও না এটা সেই রকমই কিছু... সব প্রেমই যে ফুটে উঠতে অনেকটা সময় লাগবে, এই রকম তো কোন শাস্ত্রসম্মত ব্যাখ্যা নেই... তাই না?