14-02-2021, 07:13 PM
(13-02-2021, 08:49 PM)TheLoneWolf Wrote: গল্পে নতুন মোড়। নাল্টুর মনে হচ্ছে রাবুর জন্য সফট স্পট ছিল।হ্যাঁ মোড় বলতে পারেন তবে বেশি তীক্ষ্ণ মোড় নয় , আগামি পর্বেই উত্তর পেয়ে যাবেন ।
(13-02-2021, 09:12 PM)Mr Fantastic Wrote: ওরে বাবা , তোমার থেকে এরকম একটা টানটান উত্তেজনার মুখ্য ধারার গল্প পাবো ভাবতে পারি নি মাইরি ! সইদ মুস্তাফা সিরাজের গল্পগুলোর কথা মনে পড়ে গেলআমি আগেও বলেছি একেক সময় একেক জিনিস আলো লাগে আমার । আপনার কাছে গল্পটি আকর্ষক লেগেছে জেনে খুশি হলাম । বাচ্চাটার চিকিতসার একটা রাস্তা পাওয়া গেছে , করিমের বউ তো ডাক্তার তাই বিনা খরচায় চিকিৎসা হয়ে যাবে । আজমল একজন ধুরন্দর ব্যাক্তি এটা ঠিক এও ঠিক যে একটা মুখোশ ওর চেহারার উপরে লাগানো আছে তবে সেই মুখোশটা যখন উন্মোচন হবে তখন তাকে আমরা কি দৃষ্টিতে দেখবো সেটা জানার প্রবল ইচ্ছা আমারও হচ্ছে , কিন্তু এর জন্য একটু দেরি করতে হবে । নাল্টু গ-বেচারা কারবারি লোক তবে এরাও মাঝে মাঝে হিংস্র হয়ে ওঠে । এই হিংস্র হয়ে ওঠার কারন আগামি পর্বে পেয়ে যাবেন । ঝুমার জন্য আমারও খুব দুশ্চিন্তা ।
গল্পটায় অদ্ভুদ একটা মায়াবী আকর্ষণ আছে, এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম । গ্রামে দীর্ঘদিন ধরে একটা অরাজকতা চলছে, মাফিয়ারাজ চলছে। আজমল চাচার মুখোশটা যত তাড়াতাড়ি সম্ভব বোঝার চেষ্টা করো, চক্রান্তের শিকড় অনেক গভীরে ছড়িয়েছে। রাবুর অন্তর্ধান এখনও রহস্যজনক। ঝুমা তো মন জিতে নিলো !! বাচ্চাটার চিকিৎসার ব্যবস্থা করো। নানটু অনেক কিছু জানে, ব্যাটাকে ঠাণ্ডা মাথায় পেটে হাত বুলিয়ে কথা বার করো !
অনেককিছু বলে দিলাম , তুমি ধীরে সুস্থে পরিস্থিতি বুঝে চলো, তবে ঝুমার মনটা ভেঙে দিয়ো না। যখন কোনো নারী স্বেচ্ছায় এসে নিজেকে তার প্রিয় পুরুষের কাছে সমর্পণ করে পুরুষটির তখন সেটার যথাযথ মর্যাদা রাখা উচিৎ
(14-02-2021, 03:15 AM)zaq000 Wrote: golpo valo hoche...
ধন্যবাদ দাদা , খুব বেশি অপেক্ষা করতে হবে না হয়ত ।