13-02-2021, 09:14 PM
(13-02-2021, 05:10 PM)bourses Wrote: অধিক করি না আশা, কিসের বিষাদ,
জনমেছি দু দিনের তরে-
যাহা মনে আসে তাই আপনার মনে
গান গাই আনন্দের ভরে।
এ আমার গানগুলি দু দন্ডের গান
রবে না রবে না চিরদিন-
পুরব-আকাশ হতে উঠিবে উচ্ছাস,
পশ্চিমেতে হইবে বিলীন।
তবু বুকে যদি হঠাৎ কোনো প্লাবন আসে –
তিস্তা – তোর্সা – অথবা জলঢাকা নদীটির থেকে –
ফিরে আসা – হঠাৎ কোনো প্লাবন বলে –
চলো চলে যাই – আবার দুহাতে দুহাত ধরে –
দেশ – গ্রাম – জনপদ ছেড়ে – অমৃতের সন্ধানে -।।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।