13-02-2021, 09:13 PM
(13-02-2021, 05:10 PM)bourses Wrote: একদম অনবদ্য ছবিটি... যেন সত্যিই আমার গল্পের জন্যই আঁকা হয়েছিল... অসংখ্য ধন্যবাদ আপনাকে, এই ছবিটি আমার থ্রেডে দেওয়ার জন্য...
অবরুদ্দব ছিল বায়ু; চৈত্য সম পুঞ্জ মেঘভার
ছায়ার প্রহরীব্যুহে ঘিরে ছিল সূর্যের দুয়ার;
অভিভূত আলোকের মূর্ছাত্বর ম্লান অসন্মানে
দিগন্ত আছিল বাষ্পাকুল। যেন চেয়ে ভূমিপানে
অবসাদে-অবনত ক্ষীনশ্বাস চির প্রাচীনতা
স্তব্ধ হয়ে আছে বসে দীর্ঘকাল, ভুলে গেছে কথা,
ক্লান্তিভারে আঁখিপাতা বদ্ধপ্রায়।
শূন্যে হেনকালে
জয়শঙ্খ উঠিল বাজিয়া। চন্দন তিলক ভালে
শরৎ উঠিল হেসে চমকিত গগন প্রাঙ্গণে;
পল্লবে পল্লবে কাঁপি বনলক্ষ্মী কিঙ্কিণী কঙ্কণে
দাড়িবুড়ো...
আমি ও খুব আনন্দিতা ছবি টা দিতে পেরে।
আর দাড়িবাবা ছাড়া তো আমাদের গতি নাই।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।