13-02-2021, 09:12 PM
ওরে বাবা , তোমার থেকে এরকম একটা টানটান উত্তেজনার মুখ্য ধারার গল্প পাবো ভাবতে পারি নি মাইরি ! সইদ মুস্তাফা সিরাজের গল্পগুলোর কথা মনে পড়ে গেল
গল্পটায় অদ্ভুদ একটা মায়াবী আকর্ষণ আছে, এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম । গ্রামে দীর্ঘদিন ধরে একটা অরাজকতা চলছে, মাফিয়ারাজ চলছে। আজমল চাচার মুখোশটা যত তাড়াতাড়ি সম্ভব বোঝার চেষ্টা করো, চক্রান্তের শিকড় অনেক গভীরে ছড়িয়েছে। রাবুর অন্তর্ধান এখনও রহস্যজনক। ঝুমা তো মন জিতে নিলো !! বাচ্চাটার চিকিৎসার ব্যবস্থা করো। নানটু অনেক কিছু জানে, ব্যাটাকে ঠাণ্ডা মাথায় পেটে হাত বুলিয়ে কথা বার করো !
অনেককিছু বলে দিলাম , তুমি ধীরে সুস্থে পরিস্থিতি বুঝে চলো, তবে ঝুমার মনটা ভেঙে দিয়ো না। যখন কোনো নারী স্বেচ্ছায় এসে নিজেকে তার প্রিয় পুরুষের কাছে সমর্পণ করে পুরুষটির তখন সেটার যথাযথ মর্যাদা রাখা উচিৎ
গল্পটায় অদ্ভুদ একটা মায়াবী আকর্ষণ আছে, এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম । গ্রামে দীর্ঘদিন ধরে একটা অরাজকতা চলছে, মাফিয়ারাজ চলছে। আজমল চাচার মুখোশটা যত তাড়াতাড়ি সম্ভব বোঝার চেষ্টা করো, চক্রান্তের শিকড় অনেক গভীরে ছড়িয়েছে। রাবুর অন্তর্ধান এখনও রহস্যজনক। ঝুমা তো মন জিতে নিলো !! বাচ্চাটার চিকিৎসার ব্যবস্থা করো। নানটু অনেক কিছু জানে, ব্যাটাকে ঠাণ্ডা মাথায় পেটে হাত বুলিয়ে কথা বার করো !
অনেককিছু বলে দিলাম , তুমি ধীরে সুস্থে পরিস্থিতি বুঝে চলো, তবে ঝুমার মনটা ভেঙে দিয়ো না। যখন কোনো নারী স্বেচ্ছায় এসে নিজেকে তার প্রিয় পুরুষের কাছে সমর্পণ করে পুরুষটির তখন সেটার যথাযথ মর্যাদা রাখা উচিৎ