13-02-2021, 09:09 PM
(13-02-2021, 05:09 PM)bourses Wrote: রজনী গোপনে বনে ডানপালা ভ'রে
কুঁড়িগুলি ফুটাইয়া নিজে যায় স'রে।
ফুল জাগি বলে, মোরা প্রভাতের ফুল-
মুখর প্রভাত বলে, নাহি তাতে ভুল।
অনেক বাঁধনের থেকে,
কতশত ভালোবাসা আজ ভিখিরি জঠরের মত ৷
কেউ বা মোড় ঘুরেই হঠাৎ অদৃশ্য
কেউ বা মাটির রঙে মিশেগিয়ে ধুসর
কেউ বা ক্ষমাহীন ক্লান্তিহীন সমুদ্রের মতো
শুধুই ছলনায় বিবর্ণ আকাশের টানে –
কখনও জোয়ার অথবা ভাঁটা
সেই উষ্ণতা আমি চুরি করে এনেছি
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।