13-02-2021, 07:48 PM
গ্রামের ক্ষমতাবান চেয়ারম্যান , আমাদের চিরকালীন বিদ্রোহী করিম দেখলাম বউয়ের কাছে কুপোকাত । বউয়ের ভয়ে বাড়ির ভেতর মদের আসর বসাতে পারলো না । বউ জানতে পারলে নাকি প্যাঁদানি দিবে । তাই বাধ্য হয়ে আমাদের যেতে হলো করিমের হ্যাচারির দিকে সেখানে নাকি পুকুরের উপর একটা মচা ঘর আছে চারদিক খোলা । আমি মনে মনে ভাবলাম মন্দ হয়না , বদ্ধ ঘরের চেয়ে পকুরের মিষ্টি বাতাসে বসে মদ্য পান জমবে ভালো ।
প্রথম চুমক দিয়েই বুঝলাম এই জিনিস আমার জন্য নয় , এমনিতে আমি সখের মাতাল , তার উপর ভীষণ কড়া জিনিস , গন্ধটাও বেশ ঝাঁঝালো । কিন্তু এখন আর পিছ পা হওয়ার সুযোগ নেই , দুই জোড়া চোখ আমাকে গভির ভাবে পর্যবেক্ষণ করছে । তাই বাধ্য হয়ে গিলে ফেললাম । গিলে ফেলে বিজয়ীর হাঁসি দিলাম আমার দুই দোস্তের দিকে তাকিয়ে । দেখালাম ওরাও হাসছে তবে ওদের হাঁসি সাধারন হাঁসি নয়। ওদের ঐ বিটকেলে শয়তানি হাঁসি আমার চেনা , এই হাসির অর্থ হচ্ছে “দাড়াও সোনা একটু পর বুঝবে মজা “ ।
বেশি সময় নিলো না ওদের হাসির ভেতর লুকিয়ে থাকা প্রফেসি সত্যতে রুপান্তরিত হয়ে , মাত্র কয়েক সেকেন্ড , আমার কান আর নাক দিয়ে যেন ধোঁয়া বেরুতে লাগলো । মনে হচ্ছে আমার পাকস্থলীতে কেউ জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে একটা । জেদ চেপে বসলো আমার মাথায় , ছোট বেলায় ও আমারা এ ধরনের মজা করতাম , কিন্তু কেউ কারো কাছে পরজিত হতে চাইতাম না , যত কষ্টই হোক ভাব করতাম সব ঠিক আছে । মুখে চওড়া হাঁসি টেনে ওদের দিকে তাকালাম । আমার পেটের ভেতর যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে সেটা একদম বুঝতে দিলাম না ওদের । এদিকে হাতের মুঠোয় ধরা কাচের গ্লাস টা এতো জোরে চেপে ধরেছিলাম যে আমি যদি সিনেমার নায়ক হতাম তাহলে সেটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যেত । কিছুক্ষনের মদ্ধেই আমার বন্ধুদের ঠোঁটের শয়তানি হাঁসি শুকিয়ে যেতে লাগলো । এবং আমার জয় হলো।
তবে এই বিজয়ের চড়া মূল্য দিতে হলো আমার , সমান তালে গিলতে হলো আমাকে করিম আর নাল্টুর আথে পাল্লা দিয়ে । তবে কয়কে বার পেটে যাওয়ার পর আমি একটু ধাতস্ত হয়ে এলাম । বেশ জিনিস , এক অদ্ভুত অনুভুতি ছড়িয়ে দিচ্ছে শরীরে , মনে হচ্ছে আমার মতো সুখি মানুষ নির্ভেজাল মানুষ এই দুনিয়ায় আর নেই । অকারণে হাঁসি পাচ্ছে , করিম আর নাল্টু একে একে আমাদের অতীত মজার সৃতি গুলি বলছে আর আমারা একেক জন হেঁসে গড়াগড়ি খাচ্ছি । এক ফাকে আমি জিজ্ঞাস করলাম
“ এই শালা করিম্মা , তুই যে তোর বউয়ের ডরে আমাগো এই খানে লইয়া আসলি , রাইতের বেলা বাইত গিয়া তো ঠিকই ধরা খাবি তহন কি হইবো “ আমার এই প্রস্ন শুনে করিম আমার দিকে তাকালো তারপর ফিক করে হেঁসে দিয়ে বলল
“ কি আর হইবো বউয়ের পাও জড়াইয়া ধরুম , কমু বউ এইবারের লইগা মাপ কইরা দেও সব দোষ জামিলের আমার কোন দোষ নাই “
“ শালা জরুর গোলাম হইসে বুঝছোস,” নাল্টু ফোঁড়ন কাটলো , তাতে করিম আরও জোরে হেঁসে উঠলো । হাঁসা শেষে বলল
“ দেখে কার মুখে কি হুনি একবার কি হইসে শোন , আমাগো নাল্টু মাইয়া কর্মচারী রাখসে অফিসে , দারুন সুন্দরী , আহ ই শরীর খান আসিলো , মনে হইত এহনি বুঝি সব ফাইট্টা বাইর হইয়া জাইব ,”
“ শালা , ওইটা আর এইটা কি এক জিনিস হইলো নাকি “ মাঝে নাল্টু করিম কে থামানোর চেষ্টা করলো । কিন্তু করিম থামল না ও বলতেই লাগলো ।
“ হেই ম্যাডাম আমাগো নাল্টুর প্রেমে পরলো , বাড়ি থাইকা নাল্টু মিয়ার লইগা খাওন আনত , অফিসে নাল্টু মিয়াঁ আর সেই ম্যাডাম এক লগে বইয়া খাওন খাইত , আর এইগুলা কে জানি গিয়া নাল্টুর বউয়ের কাসে লাগাইসিলো , আর হের পর শুরু হইসিলো খেইল , আমাগো নাল্টু কত দিন যে মাটিত ঘুমাইসে তার ঠিক নাই , বিছনায় উঠলেই বউয়ের লাত্থি “ এটুকু বলে করিম আর বলতে পারলো না হাসতে হাসতে ওর এমন অবস্থা হলো যেন এখনি হার্ট এট্যাক হয়ে যাবে । অবশ্য বাকিটা বলার আর দরকার ও নেই ।
‘ ও শালা আমি এহন বুঝছি , তুমি ই গিয়া আমার বউয়ের কাছে লাগাইসিলা , হারামির বাচ্চা তুই জানোস তর লইগা আমি কয়দিন উপাস আসিলাম শালা বউ রে ধরতে গেলেই কইত যা ঐ মাগীর কাসে যা ,আরে আমি ঐ মাগিরে পামু কই হেরে তো আগেই চাকরি থাইকা না কইরা দিসি “
নাল্টুর এই কথা শুনে করিমের হাঁসি আরও বেড়ে গেলো । কিন্তু আমার হাঁসি এলো না , আমি সুধু ওদের দিকে তাকিয়ে রইলাম । এখনো কত মধুর ওদের বন্ধুত্ব , একে অন্য কে বিপদে ফেলে কত মজা পায় আবার এই বন্ধুই সবার আগে এগিয়ে আসবে বন্ধুর বিপদে । কত বড় দুর্ভাগা আমি গত ত্রিশ বছরে এমন একটা বন্ধু পেলাম না ।
“ তা দোস্ত তোমার পরিবার নিয়া তো কিসু জানতে পারলাম না “ হাঁসা শেষে করিম জিজ্ঞাস করলো , আমার কাছে মনে হলো আলচনার টপিক ঘুরানর জন্য জিজ্ঞাস করেছে এই কথা করিম । একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম
“ আমার কওয়ার মতন কিসু নাই রে “
“ ক্যা বন্ধু বিয়া করো নাই “ নাল্টু জানতে চাইলো
“ করসি , একটা না দুইটা বিয়া করসি কিন্তু টিকে নাই একটাও “
“ হা হা শালা মিয়াঁ বাড়ির নাম রাখসস , তর দাদায় করসে তিনটা , তর বাপে করসে দুইটা তুই ক্যান একটা করবি “ করিম আমার পিঠে থাবা মেরে বলল । অন্য কেউ এমন কথা বললে আমি হয়ত রেগে যেতাম করিম অনেক আগে থেকেই এমন ।
“ শালা দুই বিয়া ক্যান , রাবুর কথা ভুইল্লা গেসস , রাবু তো তর বউয়ের মতন ই আসিলো “
‘ আরে না রাবু আমার বউ আসিলো কোন দিন , ওরে আমি জিগাইসিলাম আমারে বিয়া করবো নি , রাবু না করসিলো কইসিলো মিয়াঁ বাড়ির বউ হয়নের সখ নাই ওর , আমার লগে করতে নাকি ওর ভালা লাগে তাই করে “
আমার উত্তর শুনে নাল্টু চেহারা পাল্টে গেলো । চেয়ার থেকে উঠে আমার কাছে এসে দু হাতে আমার কলার চেপে ধরে দাড় করিয়ে দিলো আমাকে , আচমকা নাল্টুর মুড এমন পাল্টে যাবে ভাবতে পারিনি আমি , তাই হতভম্ব হয়ে গেলাম । তার পর ই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেলো ।
চোখ খুলে দুজন পুরুষ মানুষের কণ্ঠ শুনতে পেলাম , বেশ চেঁচামেচি করছে ওরা , মনে হচ্ছে কিছু নিয়ে ঝগড়া করছে । ইচ্ছা হলো একটা ধমক দেই , সকাল সকাল কিসের এতো চেঁচামেচি । ধমক দিতে যাবো এমন সময় নাকে প্রচণ্ড ব্যাথায় ককিয়ে উঠলাম । নাকে হাত দিয়ে তরল কিছুর স্পর্শ পেলাম । হঠাত আমার মনে পড়লো আমি নিজের ঘরে ঘুমিয়ে ছিলাম না , নাল্টু আমাকে মেড়েছে !!!! যেমন তেমন মার নয় মেরে একেবারে নাক ফাটিয়ে দিয়েছে । করিম মাড়লে আমি এতো অবাক হতাম না কিন্তু নাল্টু !!! আমাদের নাল্টু !!!! জীবনে কোনদিন মারামারি করেনি ও , এমন কি কাউ কে কোনদিন মুখ ফুটে কিছু বলেও নি । সেই নাল্টু আমাকে মেড়েছে । আমার প্রচণ্ড রাগ হওয়ার কথা কিন্তু আমি হতে পারছি না । এতটাই অবাক হয়েছি আমি যে রাগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি ।
প্রথম চুমক দিয়েই বুঝলাম এই জিনিস আমার জন্য নয় , এমনিতে আমি সখের মাতাল , তার উপর ভীষণ কড়া জিনিস , গন্ধটাও বেশ ঝাঁঝালো । কিন্তু এখন আর পিছ পা হওয়ার সুযোগ নেই , দুই জোড়া চোখ আমাকে গভির ভাবে পর্যবেক্ষণ করছে । তাই বাধ্য হয়ে গিলে ফেললাম । গিলে ফেলে বিজয়ীর হাঁসি দিলাম আমার দুই দোস্তের দিকে তাকিয়ে । দেখালাম ওরাও হাসছে তবে ওদের হাঁসি সাধারন হাঁসি নয়। ওদের ঐ বিটকেলে শয়তানি হাঁসি আমার চেনা , এই হাসির অর্থ হচ্ছে “দাড়াও সোনা একটু পর বুঝবে মজা “ ।
বেশি সময় নিলো না ওদের হাসির ভেতর লুকিয়ে থাকা প্রফেসি সত্যতে রুপান্তরিত হয়ে , মাত্র কয়েক সেকেন্ড , আমার কান আর নাক দিয়ে যেন ধোঁয়া বেরুতে লাগলো । মনে হচ্ছে আমার পাকস্থলীতে কেউ জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে একটা । জেদ চেপে বসলো আমার মাথায় , ছোট বেলায় ও আমারা এ ধরনের মজা করতাম , কিন্তু কেউ কারো কাছে পরজিত হতে চাইতাম না , যত কষ্টই হোক ভাব করতাম সব ঠিক আছে । মুখে চওড়া হাঁসি টেনে ওদের দিকে তাকালাম । আমার পেটের ভেতর যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে সেটা একদম বুঝতে দিলাম না ওদের । এদিকে হাতের মুঠোয় ধরা কাচের গ্লাস টা এতো জোরে চেপে ধরেছিলাম যে আমি যদি সিনেমার নায়ক হতাম তাহলে সেটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যেত । কিছুক্ষনের মদ্ধেই আমার বন্ধুদের ঠোঁটের শয়তানি হাঁসি শুকিয়ে যেতে লাগলো । এবং আমার জয় হলো।
তবে এই বিজয়ের চড়া মূল্য দিতে হলো আমার , সমান তালে গিলতে হলো আমাকে করিম আর নাল্টুর আথে পাল্লা দিয়ে । তবে কয়কে বার পেটে যাওয়ার পর আমি একটু ধাতস্ত হয়ে এলাম । বেশ জিনিস , এক অদ্ভুত অনুভুতি ছড়িয়ে দিচ্ছে শরীরে , মনে হচ্ছে আমার মতো সুখি মানুষ নির্ভেজাল মানুষ এই দুনিয়ায় আর নেই । অকারণে হাঁসি পাচ্ছে , করিম আর নাল্টু একে একে আমাদের অতীত মজার সৃতি গুলি বলছে আর আমারা একেক জন হেঁসে গড়াগড়ি খাচ্ছি । এক ফাকে আমি জিজ্ঞাস করলাম
“ এই শালা করিম্মা , তুই যে তোর বউয়ের ডরে আমাগো এই খানে লইয়া আসলি , রাইতের বেলা বাইত গিয়া তো ঠিকই ধরা খাবি তহন কি হইবো “ আমার এই প্রস্ন শুনে করিম আমার দিকে তাকালো তারপর ফিক করে হেঁসে দিয়ে বলল
“ কি আর হইবো বউয়ের পাও জড়াইয়া ধরুম , কমু বউ এইবারের লইগা মাপ কইরা দেও সব দোষ জামিলের আমার কোন দোষ নাই “
“ শালা জরুর গোলাম হইসে বুঝছোস,” নাল্টু ফোঁড়ন কাটলো , তাতে করিম আরও জোরে হেঁসে উঠলো । হাঁসা শেষে বলল
“ দেখে কার মুখে কি হুনি একবার কি হইসে শোন , আমাগো নাল্টু মাইয়া কর্মচারী রাখসে অফিসে , দারুন সুন্দরী , আহ ই শরীর খান আসিলো , মনে হইত এহনি বুঝি সব ফাইট্টা বাইর হইয়া জাইব ,”
“ শালা , ওইটা আর এইটা কি এক জিনিস হইলো নাকি “ মাঝে নাল্টু করিম কে থামানোর চেষ্টা করলো । কিন্তু করিম থামল না ও বলতেই লাগলো ।
“ হেই ম্যাডাম আমাগো নাল্টুর প্রেমে পরলো , বাড়ি থাইকা নাল্টু মিয়ার লইগা খাওন আনত , অফিসে নাল্টু মিয়াঁ আর সেই ম্যাডাম এক লগে বইয়া খাওন খাইত , আর এইগুলা কে জানি গিয়া নাল্টুর বউয়ের কাসে লাগাইসিলো , আর হের পর শুরু হইসিলো খেইল , আমাগো নাল্টু কত দিন যে মাটিত ঘুমাইসে তার ঠিক নাই , বিছনায় উঠলেই বউয়ের লাত্থি “ এটুকু বলে করিম আর বলতে পারলো না হাসতে হাসতে ওর এমন অবস্থা হলো যেন এখনি হার্ট এট্যাক হয়ে যাবে । অবশ্য বাকিটা বলার আর দরকার ও নেই ।
‘ ও শালা আমি এহন বুঝছি , তুমি ই গিয়া আমার বউয়ের কাছে লাগাইসিলা , হারামির বাচ্চা তুই জানোস তর লইগা আমি কয়দিন উপাস আসিলাম শালা বউ রে ধরতে গেলেই কইত যা ঐ মাগীর কাসে যা ,আরে আমি ঐ মাগিরে পামু কই হেরে তো আগেই চাকরি থাইকা না কইরা দিসি “
নাল্টুর এই কথা শুনে করিমের হাঁসি আরও বেড়ে গেলো । কিন্তু আমার হাঁসি এলো না , আমি সুধু ওদের দিকে তাকিয়ে রইলাম । এখনো কত মধুর ওদের বন্ধুত্ব , একে অন্য কে বিপদে ফেলে কত মজা পায় আবার এই বন্ধুই সবার আগে এগিয়ে আসবে বন্ধুর বিপদে । কত বড় দুর্ভাগা আমি গত ত্রিশ বছরে এমন একটা বন্ধু পেলাম না ।
“ তা দোস্ত তোমার পরিবার নিয়া তো কিসু জানতে পারলাম না “ হাঁসা শেষে করিম জিজ্ঞাস করলো , আমার কাছে মনে হলো আলচনার টপিক ঘুরানর জন্য জিজ্ঞাস করেছে এই কথা করিম । একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম
“ আমার কওয়ার মতন কিসু নাই রে “
“ ক্যা বন্ধু বিয়া করো নাই “ নাল্টু জানতে চাইলো
“ করসি , একটা না দুইটা বিয়া করসি কিন্তু টিকে নাই একটাও “
“ হা হা শালা মিয়াঁ বাড়ির নাম রাখসস , তর দাদায় করসে তিনটা , তর বাপে করসে দুইটা তুই ক্যান একটা করবি “ করিম আমার পিঠে থাবা মেরে বলল । অন্য কেউ এমন কথা বললে আমি হয়ত রেগে যেতাম করিম অনেক আগে থেকেই এমন ।
“ শালা দুই বিয়া ক্যান , রাবুর কথা ভুইল্লা গেসস , রাবু তো তর বউয়ের মতন ই আসিলো “
‘ আরে না রাবু আমার বউ আসিলো কোন দিন , ওরে আমি জিগাইসিলাম আমারে বিয়া করবো নি , রাবু না করসিলো কইসিলো মিয়াঁ বাড়ির বউ হয়নের সখ নাই ওর , আমার লগে করতে নাকি ওর ভালা লাগে তাই করে “
আমার উত্তর শুনে নাল্টু চেহারা পাল্টে গেলো । চেয়ার থেকে উঠে আমার কাছে এসে দু হাতে আমার কলার চেপে ধরে দাড় করিয়ে দিলো আমাকে , আচমকা নাল্টুর মুড এমন পাল্টে যাবে ভাবতে পারিনি আমি , তাই হতভম্ব হয়ে গেলাম । তার পর ই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেলো ।
চোখ খুলে দুজন পুরুষ মানুষের কণ্ঠ শুনতে পেলাম , বেশ চেঁচামেচি করছে ওরা , মনে হচ্ছে কিছু নিয়ে ঝগড়া করছে । ইচ্ছা হলো একটা ধমক দেই , সকাল সকাল কিসের এতো চেঁচামেচি । ধমক দিতে যাবো এমন সময় নাকে প্রচণ্ড ব্যাথায় ককিয়ে উঠলাম । নাকে হাত দিয়ে তরল কিছুর স্পর্শ পেলাম । হঠাত আমার মনে পড়লো আমি নিজের ঘরে ঘুমিয়ে ছিলাম না , নাল্টু আমাকে মেড়েছে !!!! যেমন তেমন মার নয় মেরে একেবারে নাক ফাটিয়ে দিয়েছে । করিম মাড়লে আমি এতো অবাক হতাম না কিন্তু নাল্টু !!! আমাদের নাল্টু !!!! জীবনে কোনদিন মারামারি করেনি ও , এমন কি কাউ কে কোনদিন মুখ ফুটে কিছু বলেও নি । সেই নাল্টু আমাকে মেড়েছে । আমার প্রচণ্ড রাগ হওয়ার কথা কিন্তু আমি হতে পারছি না । এতটাই অবাক হয়েছি আমি যে রাগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি ।