13-02-2021, 07:35 PM
(12-02-2021, 08:26 PM)Jupiter10 Wrote: ওই জন্যই আমার সেদিন ওই কথাটা মাথায় আসে। নারীর বৈশিষ্ট্য দু ধরনের এক ওরা স্বামীকে পতি পরমেশ্বর মনে করে স্বামীর যতই দোষ গুন থাক না কেন (সুমিত্রা) আর দুই কিছু নারী এমন আছে যারা সন্দেহ বসত স্বামীকে কাঠগড়ায় দাড় করায় (দেবশ্রী)কিন্তু তোমার তনিমা হছেন মধ্যবর্তী নারী। যিনি সবকিছু বিচার করে সিধান্ত নেন।
![]()
এটাই আদর্শ সঙ্গী বা সঙ্গিনীর লক্ষণ
