13-02-2021, 05:10 PM
(09-02-2021, 08:13 PM)Nilpori Wrote:
অলিভীয়ার এই ছবি টা ই মনে হয় সূর্যনারায়ণ correction করেছেন।
কারন সাদার যে shadding টা এখেনে use হয়েছে সেটা ই তাই বলছে।
আর painting এর বেশ ভাল জ্ঞান আছে তো আপনার, ওয়াও!!!!
অবশ্য সেটা ই তো স্বাভাবিক, আপনি ও যে শিল্পী।
আর বৃটেন এর যা যা বিবরন তুলে এনেছেন তাতে তো আমার প্রবাসের দিন গুলো আবার করে ভেসে উঠলো মনের পর্দায়।
একদম অনবদ্য ছবিটি... যেন সত্যিই আমার গল্পের জন্যই আঁকা হয়েছিল... অসংখ্য ধন্যবাদ আপনাকে, এই ছবিটি আমার থ্রেডে দেওয়ার জন্য...
অবরুদ্দব ছিল বায়ু; চৈত্য সম পুঞ্জ মেঘভার
ছায়ার প্রহরীব্যুহে ঘিরে ছিল সূর্যের দুয়ার;
অভিভূত আলোকের মূর্ছাত্বর ম্লান অসন্মানে
দিগন্ত আছিল বাষ্পাকুল। যেন চেয়ে ভূমিপানে
অবসাদে-অবনত ক্ষীনশ্বাস চির প্রাচীনতা
স্তব্ধ হয়ে আছে বসে দীর্ঘকাল, ভুলে গেছে কথা,
ক্লান্তিভারে আঁখিপাতা বদ্ধপ্রায়।
শূন্যে হেনকালে
জয়শঙ্খ উঠিল বাজিয়া। চন্দন তিলক ভালে
শরৎ উঠিল হেসে চমকিত গগন প্রাঙ্গণে;
পল্লবে পল্লবে কাঁপি বনলক্ষ্মী কিঙ্কিণী কঙ্কণে
দাড়িবুড়ো...