13-02-2021, 05:06 PM
(09-02-2021, 07:04 PM)Nilpori Wrote: এই ঝরা টা কে যদি এভাবে বলা যায় তবে কেমন হয়??
নদী কে আমরা স্ত্রী লিঙ্গ বলে জানি, তেমন ই নদ কে পুং লিঙ্গ।
তা হলে ঝোরা পুং লিঙ্গ হবে,
তা হলে ঝর্না( dada of India র নয়) কে স্ত্রী লিঙ্গ হতে ই হবে।
আর ঝর্না তো ঝরঝরিয়ে, রং ছরিয়ে ই যায়।
আর ওমা আপনার চন্দ্রকান্তা আবার নীলপরি কে কি করে দেখল শুনি????
আমার চন্দ্রকান্তা তার মনের মনি কোঠায় সকলকেই দেখতে পায়... আর সে যা দেখে, সেটা আমার কানে চুপি চুপি এসে বলে যায় ফিসফিসিয়ে... সেই ভাবেই হয়তো দেখে নিয়েছে আপনাকেও... তার মন দিয়ে... আপনার মনের গভীরে উঁকি দিয়ে...
+1 Rep Added