12-02-2021, 08:26 PM
(12-02-2021, 05:06 PM)Mr Fantastic Wrote:
আসলে কিছু মাঝবয়সী লোকেরা নিজের বউয়ের কাছে পাত্তা পায় না, তাই পরজীবীর মতো এখানে সেখানে একটু সুযোগ পেলেই মুখ দিয়ে লা লা ঝরতে থাকে! তোমার কলিগ আবার অন্যের বউয়ের সাথে ফুর্তি করবে কিন্তু নিজের বউয়ের পরকীয়া প্রেম মেনে নিতে পারবে না, বুঝতে পারছো কিরকম মেন্টালিটির পাবলিক
! তবে হ্যাঁ, যেদিন ধরা পড়বে বউ তো জানলা দিয়ে পালাবে, এই বয়সে প্রেস্টিজটা পাংকচার হবে !!
![]()
তবে তনিমা কিন্তু মিনমিনে বা স্বামীর কথায় মাথা দোলানো মেয়ে নয় ! প্রেম-যৌনতায় সাবমিসিভ হলেও গল্পের শুরুতে, মাঝের কিছু অংশে আর শেষের অনুচ্ছেদ ভালো করে পড়লে বুঝতে পারতে যথেষ্ট ব্যক্তিত্বময়ী, ওর সামনে অভিরূপকে মাথা নোয়াতে হয়েছে![]()
আর আংটিটা উপহার না ছাই ! আরেকটু হলেই অপয়া মালটা গছিয়ে দিছিলো !! ঘটনা এমনিতেই স্মরণীয় থাকবে
ওই জন্যই আমার সেদিন ওই কথাটা মাথায় আসে। নারীর বৈশিষ্ট্য দু ধরনের এক ওরা স্বামীকে পতি পরমেশ্বর মনে করে স্বামীর যতই দোষ গুন থাক না কেন (সুমিত্রা) আর দুই কিছু নারী এমন আছে যারা সন্দেহ বসত স্বামীকে কাঠগড়ায় দাড় করায় (দেবশ্রী)


