12-02-2021, 12:10 PM
(12-02-2021, 10:51 AM)pinuram Wrote: আজ রাতে ঘুমিয়ে পোড়োনা তুমি
এ লগন আসেনি আগে।
এই স্বপ্ন আমার যেন দিয়ো না ভেঙ্গে
আজ সব কিছু ভালো লাগে।
একটি ভ্রমর যেন ফিরিতে পারেনি তার ঘরে
রাত জেগে গুন গুন করে।
তারই সুরে যেন মোর এই অঙ্গে
জানিনা কি রোমাঞ্চ জাগে।
ছন্দে গন্ধে আজ আমারি এ মন যেনো ভরে
জানি নাতো একি সুর ধরে।
বুঝি আজ আরূপের আপরুপ স্পর্ষে
ভরে গেছি একি আনুরাগে।
এত পুরো যাকে বলে আর কি ওই, আর কি.......
দিলাম নাহয় এর উত্তর ওই উত্তরমেঘ এর ভেলায়.....
একটু চেয়ে দেখ !
তোমার আচলে আমি বাঁধা
সেই গাঁটকে এইভাবে মিথ্যে বলছ?
আমার আত্মজীবনী লেখা রইল—
ঐ শেষ গাঁটে।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।