12-02-2021, 12:09 PM
(11-02-2021, 03:56 PM)Rajdip123 Wrote: যতটা ভেবেছিলাম তুমি তার থেকে আরও বেশি সুন্দর করে লিখেছ। তবে বাবার কথা রাখতে ব্যাপারটা হতে পারে কিন্ত। পরিস্থিতি সব ক্ষেত্রে একই রকম থাকে না। অনেক এমন কাজ আছে, যা নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও করতে হয়। উপায় থাকে না ভাই। অনেক কথা মনে পড়ে গেল তোমার কমেন্ট টা পড়ে। অনেক কিছু জবাব লিখতে ইচ্ছে করছে , কিন্ত লেখা যাবে না। অন্য কোনও একদিন, অন্য কোনও এক জায়গায়।আসলে দাদা, ব্যাপারটা হয়েছে কি আব্বু কখনো আমাকে কিছু আমার ইচ্ছার বাইরে কিছু করতেই বলেনি। এমনকি সব সময় বলেছে নিজের বিবেকের কাছে ঠিক না লাগলে তা কখনো না করতে, এমনকি আব্বু নিজে তা করতে বললেও। সেই থেকেই হয়তো এরকম চিন্তা।