12-02-2021, 09:48 AM
(09-02-2021, 03:57 PM)Mr Fantastic Wrote: উফফ কি বর্ণনা গুরু !! আমি আর আমি-তে নেই, গল্পের মধ্য দিয়ে আদির মধ্যে ঢুকে গেছি ! এমন সুন্দর প্রাণবন্ত সঙ্গমের বর্ণনা অসাধারণ প্রেমে কামে ভালোবাসায় মাখামাখি এক মিলন !! (তবে একটা ছোট্ট আক্ষেপ, কয়েকদিন পর ভ্যালেন্টাইন্স ডে। আদি-তিতলির প্রথম মিলনটা সেদিন হলে ব্যাপারটা আরও রোমান্টিক হতো )
পর্বটা পড়ে অসময়ে আমার ময়াল সাপটা মাথা তুলে দাঁড়িয়ে পড়লো !!
উত্তর দিতে একটু দেরি হয়ে গেল ভাই, কিছু মনে কর না! ভেবেছিলাম কয়েকদিন পরে এই আপডেট দেব, কিন্তু ততদিন দেরি করলে কি আর আমার পিঠের চামড়া আস্ত থাকতো বলো? সবাই চেঁচিয়ে আমার ভুত ভাগিয়ে দিত! আসলে কি জানো, রাত জেগে লিখতে হয় গল্প, দিনের বেলায় একদম সময় পাওয়া যায় না লেখার! এখন বাড়ি থেকে অফিস চলছে তাই সারাদিন বাড়িতে! আর বাড়ি থাকলেই অনেক রকমের কাজ চলে আসে! এই জ্বরে পড়ার পরে আর রাত জেগে লেখা হয়ে উঠছে না তাই আপডেট একটু দেরি করেই আসবে! একটু শরীর ঠিক হলেই লেখা আবার শুরু করব! ততদিন দয়া করে ক্ষমা করে দিও ভাইটি !!!!!!
Reps Added +1