11-02-2021, 03:21 PM
(11-02-2021, 03:04 PM)Rajdip123 Wrote: কি মনে হচ্ছে? ঘুরবে? নিজেকে ইন্দ্রর জায়গায় রেখে দেখ...... তারপর কমেন্ট করো, দেখি তোমার ভাবনা কি বলছে।নিজেকে ওই জায়গায় বসালে দাদা, রিমির সাথে সম্পর্ক সম্ভব না আমার পক্ষে। আর তারও আগে শুধুমাত্র বাবার কথা রাখতে ভালোবাসা ছাড়া কাউকে বিয়ে করা আরও অসম্ভব।
তবে যদি ইতোমধ্যেই যা হয়ে গেছে তা হিসাবে আনি তাহলে, বুম্বার কারণে স্ত্রীকে ত্যাগ করাটা সহজ নয়, আবার রিমিকে ছাড়ার প্রশ্নও বাস্তবসম্মত নয়। কারণ রিমির সাথে সম্পর্কটা শুধু দেহের না, মনেরও এখন। তবে যদি ইন্দ্রের স্ত্রী ভালো হতে চায়, তাহলে গল্পের মোড় ঘোরা স্বাভাবিক। রিমির বর রিমি আর ইন্দ্রের সম্পর্ক অনেকটাই মেনে নিয়েছে, তো ইন্দ্রর সাথে তার স্থায়ী কোন সম্পর্ক না হলেও সে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে না। কিন্তু আসল কথা হলো ইন্দ্রের স্ত্রী কি আসলেই ভালো হচ্ছে নাকি সে যা তাই থেকে যাচ্ছে।