11-02-2021, 10:01 AM
ইন্দ্র খেতে খেতে শাশুড়ির কথা গুলো একভাবে শুনছিল। শুধু একবার উত্তর দিল, “আপনার মেয়েকেই একটু বোঝান না, বলুন একটু মানিয়ে চলতে, হয়তো সব ঠিক হয়ে যাবে”। বলে উঠে পড়ে হাত ধোওয়ার জন্য। হাত ধোয়া হতেই দেখে শাশুড়ি হাতে টাওয়েল নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার হাতের থেকে টাওয়েল নিয়ে হাত মুছে, ইন্দ্র বলে ওঠে, “এবার আমি আসি, দেরি হয়ে যাচ্ছে, অফিসে কাজ পড়ে আছে। আর বসতে পারবো না”।
ততক্ষনে সুমিত্রা তৈরি হয়ে নিয়েছে। ঘরের কাজের লোক ব্যাগ, জিনিষ পত্তর গাড়িতে তুলে দিয়েছে। ইন্দ্র এসে গাড়ি স্টার্ট করতেই, সুমিত্রা মা কে প্রনাম করে এসে সামনের সীটে বসে দরজা বন্ধ করলো। পেছনে ততক্ষনে বুম্বা হাতে একটা খেলনা বন্দুক নিয়ে উঠে বসেছে।
গাড়িটা কলোনির ছেড়ে বেরতেই, ইন্দ্র একবার ভালো করে সুমিত্রার অজান্তে ওর দিকে তাকাল, ভারী সুন্দর লাগছে দেখতে। এমনিতেই সুমিত্রা খুব সুন্দরী, উচ্চতা বেশ ভালো, সুন্দর স্বাস্থ্য, টিকলো নাক, নাকে একটা হীরের নাকছবি, কানে সোনার হাল ফ্যাশানের দুল, গলায় চেন, পড়নে একটা গোলাপি সাড়ী। দেখলে যে কোনও মানুষ আবার ঘুরে তাকাতে বাধ্য। ড্রাইভ করতে করতে মনে মনে চিন্তা করে ইন্দ্র, সবকিছুই তো এত ভালো, তবে এত রাগ, এত জেদ, এত অহংকার, এইগুলো যদি না থাকত, তাহলে সোনার সংসার হতো তার। ভাগ্যে নেই। কিন্তু কোনও একটা কারনে সে সরাসরি সুমিত্রার মুখের দিকে তাকাতে পারছে না। তাহলে কি তার মধ্যে ধরা পড়ে যাওয়ার একটা ভয় কাজ করছে? নাহহহ…… ব্যাপারটা ঝেড়ে ফেলতে হবে তাকে। নাহলে যে কোনও মুহূর্তে ধরা পড়ে যেতে পারে সে।
গাড়িটা ইন্দ্রর বাড়ির সামনে দাঁড়াতেই, গাড়ির দরজা খুলে বুম্বা লাফিয়ে নেমে পড়ে, ইন্দ্র নেমে ডিকি টা খুলে জিনিষ গুলো বের করে বাইরে রাখে, সুমিত্রাও ততক্ষনে গাড়ি থেকে নেমে এসেছে। জিনিষগুলো ইন্দ্র ওঠাতে যেতেই, সুমিত্রা এগিয়ে এসে ইন্দ্রর হাতের থেকে জিনিষ গুলো নিজের হাতে নিয়ে ঘরের দিকে এগিয়ে যায়। ব্যাপারটা লক্ষ্য করে ইন্দ্র। কিছুক্ষনের জন্য থমকে দাঁড়িয়ে পেছন থেকে সুমিত্রার হেঁটে ঘরে ঢোকার দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে ওঠে, দাপুটে সুমিত্রা। হে ঠাকুর, সব কিছু ঠিকঠাক রেখো, বলে ঘরের দিকে হাঁটা দেয় ইন্দ্র।
সুনন্দা দেবী গাড়ির আওয়াজ শুনেই, সব কাজ ফেলে ছুটে এসে বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন। পেছন পেছন অভিজিত সিংহ ও এসে দাঁড়িয়েছিলেন, নাতি আসছে অনেকদিন পরে। বুম্বা গাড়ি থেকে নেমেই একছুটে এসে থাম্মি থাম্মি করে সুনন্দা দেবীর কোলে ঝাপিয়ে ওঠে। সুনন্দা দেবীও অনেকদিন পরে নাতিকে নিজের বুকে পেয়ে দুইহাতে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। পেছনে অভিজিত সিংহ দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখে হেঁসে ফেলেন। এসেছ দাদুভাই……… বলে বুম্বার মাথায় হাত বুলিয়ে দেন। সুমিত্রা দূর থেকে দেখে কিছু না বলে, পাশ কাটিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। পেছন পেছন ইন্দ্রজিত ও নিজের রুমের মধ্যে ঢুকে। ততক্ষনে সুনন্দা দেবী ও বুম্বাকে কোলে নিয়ে আদর করতে করতে ঘরে ঢুকেছে।
ইন্দ্রজিত এর পরের ব্যাপার গুলো জানে। বিছানার চাদর নিজেদের জামা কাপড় ধোয়া শুরু হবে সুমিত্রার। ইন্দ্রর জামা কাপড় যা বাইরে আছে সব ধোয়া হবে। মানে এরপরে সুমিত্রা প্রায় ঘণ্টা দুয়েক ব্যাস্ত থাকবে এই সব নিয়ে। আর এই সময় টাই খুব সাংঘাতিক। ঘরের প্রতিটা জিনিষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে সুমিত্রা। একটু এদিক সেদিক দেখলেই দুনিয়ার প্রশ্ন যে তার দিকে ধেয়ে আসবে, সে কথা বলার প্রয়োজন রাখে না। ইন্দ্র ঘরে ঢুকতেই ভেতর থেকে দরজা টা বন্ধ করে দেয় সুমিত্রা। রুমের মধ্যে এখন শুধু সুমিত্রা আর ইন্দ্র। প্রমাদ গোনে ইন্দ্র। সুমিত্রার দিকে কেন যেন তাকাতে পারছে না সে। রুমের মধ্যে রাখা একটা চেয়ার টেনে বসে পড়ে সে। হাতের জিনিষ গুলো পালঙ্কের ওপর রেখে ইন্দ্রর দিকে ঘুরে তাকায় সুমিত্রা। তীক্ষ্ণ দৃষ্টিতে বেশ কিছুক্ষণ ধরে ইন্দ্রর দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ইন্দ্রর দিকে এগিয়ে আসে।
মুখটা নিচু করে সবকিছু দেখেও না দেখার ভান করে বসেছিল ইন্দ্র। বুঝতে পারছিল সুমিত্রা তাকিয়ে আছে তার দিকে। অন্যদিন যে কোনও দিন হলে, ইন্দ্র পাত্তা না দিয়ে উঠে যেত। কিন্তু ইন্দ্র অন্যরকম। সুমিত্রা বাপের বাড়ি চলে যাওয়া আর ফিরে আসার মাঝে যে ইন্দ্রর জীবনে এমন কিছু ঘটে গেছে, যা ভীষণ রকমের অন্তর্মুখী ইন্দ্রকে আমুল পালটে দিয়েছে, এখন এই পালটে যাওয়া ইন্দ্র কে লুকোতে ব্যাস্ত ইন্দ্র ঘরে বাইরে সবার থেকে। বুঝতেই পারছিল সুমিত্রা তার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। চুপ করে বসে থাকে সে, সুমিত্রা ইন্দ্রর সামনে এসে দাঁড়ায়, একটা মিষ্টি সুবাস ভেসে এসে ইন্দ্রর প্রবেশ করে, পারফিয়ুমের খুব শখ সুমিত্রার, “এই যে মহারাজ, বেশ তো ছিলে একা একা। এখনও কি রাগ পুষে রেখেছ নাকি আমার ওপর? জানোই তো আমার মাথা গরম হয়ে যায় একটুতেই, রেগে যাই আমি, এবার সত্যি করে বলত, সেদিন বিছানায় কি করেছিলে তুমি”? ইন্দ্র বুঝতে পারে, এটাই করে সুমিত্রা, নরম হয়ে কথা বলে, তার থেকে সমস্ত কথা বের করার জন্য। সব শুনে নিজমূর্তি ধরবে একটু পরে।
“কি আর হবে? তুমি তো জিজ্ঞেসই করলে না সেদিন আমাকে। আসতে করে জিজ্ঞেস করতে পারতে তো, কিন্ত তা না করে তুমি বাড়ির সবার সামনে তুমি যা করলে, সেটা কি ভালো করেছিলে? একবার নিজেকে জিজ্ঞেস করে দেখ তো। এমন অনেক ব্যাপার হয়ে থাকে সংসারে, যা শুধু স্বামী স্ত্রী নিজেদের মধ্যেই কথা বলে ব্যাপারটা মিটিয়ে ফেলে। কিন্তু তোমার তো যে কোনও ব্যাপারে চিৎকার না করলে চলবে না। কি আর করা যায়? তুমি ভালো করে জানো, যে বিছানায় কি পড়েছিল। আর আমি যে তোমার অবর্তমানে ঘরে বাবা মায়ের উপস্থিতিতে বাইরের মেয়ে মানুষ এনে ঘরে ফুর্তি করবো না, সেটাও তুমি ভালো করে জানো। পুরুষ মানুষের এমন তো হতেই পারে। কিন্তু সেদিন তুমি আমাকে একবারও বলার সুযোগ দিলে না। কি করা যায়? এবার আমাকে উঠতে হবে, অফিসে কাজ পড়ে রয়েছে আমার”। বলে উঠতে যেতেই, বসে থাকা ইন্দ্রর দুই কাঁধে হাত দিয়ে চাপ দিয়ে আবার চেয়ারে বসিয়ে দেয় সুমিত্রা।
ততক্ষনে সুমিত্রা তৈরি হয়ে নিয়েছে। ঘরের কাজের লোক ব্যাগ, জিনিষ পত্তর গাড়িতে তুলে দিয়েছে। ইন্দ্র এসে গাড়ি স্টার্ট করতেই, সুমিত্রা মা কে প্রনাম করে এসে সামনের সীটে বসে দরজা বন্ধ করলো। পেছনে ততক্ষনে বুম্বা হাতে একটা খেলনা বন্দুক নিয়ে উঠে বসেছে।
গাড়িটা কলোনির ছেড়ে বেরতেই, ইন্দ্র একবার ভালো করে সুমিত্রার অজান্তে ওর দিকে তাকাল, ভারী সুন্দর লাগছে দেখতে। এমনিতেই সুমিত্রা খুব সুন্দরী, উচ্চতা বেশ ভালো, সুন্দর স্বাস্থ্য, টিকলো নাক, নাকে একটা হীরের নাকছবি, কানে সোনার হাল ফ্যাশানের দুল, গলায় চেন, পড়নে একটা গোলাপি সাড়ী। দেখলে যে কোনও মানুষ আবার ঘুরে তাকাতে বাধ্য। ড্রাইভ করতে করতে মনে মনে চিন্তা করে ইন্দ্র, সবকিছুই তো এত ভালো, তবে এত রাগ, এত জেদ, এত অহংকার, এইগুলো যদি না থাকত, তাহলে সোনার সংসার হতো তার। ভাগ্যে নেই। কিন্তু কোনও একটা কারনে সে সরাসরি সুমিত্রার মুখের দিকে তাকাতে পারছে না। তাহলে কি তার মধ্যে ধরা পড়ে যাওয়ার একটা ভয় কাজ করছে? নাহহহ…… ব্যাপারটা ঝেড়ে ফেলতে হবে তাকে। নাহলে যে কোনও মুহূর্তে ধরা পড়ে যেতে পারে সে।
গাড়িটা ইন্দ্রর বাড়ির সামনে দাঁড়াতেই, গাড়ির দরজা খুলে বুম্বা লাফিয়ে নেমে পড়ে, ইন্দ্র নেমে ডিকি টা খুলে জিনিষ গুলো বের করে বাইরে রাখে, সুমিত্রাও ততক্ষনে গাড়ি থেকে নেমে এসেছে। জিনিষগুলো ইন্দ্র ওঠাতে যেতেই, সুমিত্রা এগিয়ে এসে ইন্দ্রর হাতের থেকে জিনিষ গুলো নিজের হাতে নিয়ে ঘরের দিকে এগিয়ে যায়। ব্যাপারটা লক্ষ্য করে ইন্দ্র। কিছুক্ষনের জন্য থমকে দাঁড়িয়ে পেছন থেকে সুমিত্রার হেঁটে ঘরে ঢোকার দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে ওঠে, দাপুটে সুমিত্রা। হে ঠাকুর, সব কিছু ঠিকঠাক রেখো, বলে ঘরের দিকে হাঁটা দেয় ইন্দ্র।
সুনন্দা দেবী গাড়ির আওয়াজ শুনেই, সব কাজ ফেলে ছুটে এসে বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন। পেছন পেছন অভিজিত সিংহ ও এসে দাঁড়িয়েছিলেন, নাতি আসছে অনেকদিন পরে। বুম্বা গাড়ি থেকে নেমেই একছুটে এসে থাম্মি থাম্মি করে সুনন্দা দেবীর কোলে ঝাপিয়ে ওঠে। সুনন্দা দেবীও অনেকদিন পরে নাতিকে নিজের বুকে পেয়ে দুইহাতে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। পেছনে অভিজিত সিংহ দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখে হেঁসে ফেলেন। এসেছ দাদুভাই……… বলে বুম্বার মাথায় হাত বুলিয়ে দেন। সুমিত্রা দূর থেকে দেখে কিছু না বলে, পাশ কাটিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। পেছন পেছন ইন্দ্রজিত ও নিজের রুমের মধ্যে ঢুকে। ততক্ষনে সুনন্দা দেবী ও বুম্বাকে কোলে নিয়ে আদর করতে করতে ঘরে ঢুকেছে।
ইন্দ্রজিত এর পরের ব্যাপার গুলো জানে। বিছানার চাদর নিজেদের জামা কাপড় ধোয়া শুরু হবে সুমিত্রার। ইন্দ্রর জামা কাপড় যা বাইরে আছে সব ধোয়া হবে। মানে এরপরে সুমিত্রা প্রায় ঘণ্টা দুয়েক ব্যাস্ত থাকবে এই সব নিয়ে। আর এই সময় টাই খুব সাংঘাতিক। ঘরের প্রতিটা জিনিষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে সুমিত্রা। একটু এদিক সেদিক দেখলেই দুনিয়ার প্রশ্ন যে তার দিকে ধেয়ে আসবে, সে কথা বলার প্রয়োজন রাখে না। ইন্দ্র ঘরে ঢুকতেই ভেতর থেকে দরজা টা বন্ধ করে দেয় সুমিত্রা। রুমের মধ্যে এখন শুধু সুমিত্রা আর ইন্দ্র। প্রমাদ গোনে ইন্দ্র। সুমিত্রার দিকে কেন যেন তাকাতে পারছে না সে। রুমের মধ্যে রাখা একটা চেয়ার টেনে বসে পড়ে সে। হাতের জিনিষ গুলো পালঙ্কের ওপর রেখে ইন্দ্রর দিকে ঘুরে তাকায় সুমিত্রা। তীক্ষ্ণ দৃষ্টিতে বেশ কিছুক্ষণ ধরে ইন্দ্রর দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ইন্দ্রর দিকে এগিয়ে আসে।
মুখটা নিচু করে সবকিছু দেখেও না দেখার ভান করে বসেছিল ইন্দ্র। বুঝতে পারছিল সুমিত্রা তাকিয়ে আছে তার দিকে। অন্যদিন যে কোনও দিন হলে, ইন্দ্র পাত্তা না দিয়ে উঠে যেত। কিন্তু ইন্দ্র অন্যরকম। সুমিত্রা বাপের বাড়ি চলে যাওয়া আর ফিরে আসার মাঝে যে ইন্দ্রর জীবনে এমন কিছু ঘটে গেছে, যা ভীষণ রকমের অন্তর্মুখী ইন্দ্রকে আমুল পালটে দিয়েছে, এখন এই পালটে যাওয়া ইন্দ্র কে লুকোতে ব্যাস্ত ইন্দ্র ঘরে বাইরে সবার থেকে। বুঝতেই পারছিল সুমিত্রা তার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। চুপ করে বসে থাকে সে, সুমিত্রা ইন্দ্রর সামনে এসে দাঁড়ায়, একটা মিষ্টি সুবাস ভেসে এসে ইন্দ্রর প্রবেশ করে, পারফিয়ুমের খুব শখ সুমিত্রার, “এই যে মহারাজ, বেশ তো ছিলে একা একা। এখনও কি রাগ পুষে রেখেছ নাকি আমার ওপর? জানোই তো আমার মাথা গরম হয়ে যায় একটুতেই, রেগে যাই আমি, এবার সত্যি করে বলত, সেদিন বিছানায় কি করেছিলে তুমি”? ইন্দ্র বুঝতে পারে, এটাই করে সুমিত্রা, নরম হয়ে কথা বলে, তার থেকে সমস্ত কথা বের করার জন্য। সব শুনে নিজমূর্তি ধরবে একটু পরে।
“কি আর হবে? তুমি তো জিজ্ঞেসই করলে না সেদিন আমাকে। আসতে করে জিজ্ঞেস করতে পারতে তো, কিন্ত তা না করে তুমি বাড়ির সবার সামনে তুমি যা করলে, সেটা কি ভালো করেছিলে? একবার নিজেকে জিজ্ঞেস করে দেখ তো। এমন অনেক ব্যাপার হয়ে থাকে সংসারে, যা শুধু স্বামী স্ত্রী নিজেদের মধ্যেই কথা বলে ব্যাপারটা মিটিয়ে ফেলে। কিন্তু তোমার তো যে কোনও ব্যাপারে চিৎকার না করলে চলবে না। কি আর করা যায়? তুমি ভালো করে জানো, যে বিছানায় কি পড়েছিল। আর আমি যে তোমার অবর্তমানে ঘরে বাবা মায়ের উপস্থিতিতে বাইরের মেয়ে মানুষ এনে ঘরে ফুর্তি করবো না, সেটাও তুমি ভালো করে জানো। পুরুষ মানুষের এমন তো হতেই পারে। কিন্তু সেদিন তুমি আমাকে একবারও বলার সুযোগ দিলে না। কি করা যায়? এবার আমাকে উঠতে হবে, অফিসে কাজ পড়ে রয়েছে আমার”। বলে উঠতে যেতেই, বসে থাকা ইন্দ্রর দুই কাঁধে হাত দিয়ে চাপ দিয়ে আবার চেয়ারে বসিয়ে দেয় সুমিত্রা।
তোমাকে খুঁজে বেড়াই