09-02-2021, 10:18 PM
(09-02-2021, 02:48 PM)Jupiter10 Wrote: দেবিকা আর উজানের মতই কিছু দুষ্টু মিষ্টি রসায়ন আশা করে ছিলাম বিস্তারিত ভাবে। হ্যাঁ ,এটা তুমি ঠিক বলেছ রোম্যান্টিক গল্পে মৃদু যৌনতা রাখলে পড়তে বেশ ভালই লাগে।
তনিমার মতো মেয়ে দুষ্প্রাপ্য। তবে যারা পান ওরা সৌভাগ্যবান। সে পুরুষের ও দায়িত্ব পড়ে যেন ওই মেয়ের বিশ্বাস হনন না করে।
পুরীর হোটেল ম্যানেজার গুলোই হয় এ রকম। আমার ও কম বেশি সেই রকম অভিজ্ঞতা আছে। তবে ট্রেন ইসটেসনে। সব কিছুই ওরা "ধাঁই কিরি কিরি " করে পার করে দেন। তবে তোমার আংটি টা নেওয়া উচিৎ ছিল
।
আগামী এরটিক গল্পের অপেক্ষায় রইলাম।
দেবিকা আর উজানের মতো কামে ভরপুর প্রেমলীলা দেখালে ভদ্র সমাজে, মানে ফেসবুকে আর ফেস দেখাতে পারতাম না ভায়া


তনিমা কিন্তু দুষ্প্রাপ্য নয়, একদম পাশের বাড়ির মেয়েটার মতোই, আসলে অভিরূপকে ভালোবাসে তো খুব, তাই অন্যের কথায় প্ররোচিত হয় নি। আর তাছাড়া ওর নিজের মধ্যেও একটা অবদমিত অপরাধবোধ কাজ করছিলো। প্রত্যেক পুরুষ আর নারীরই উচিত নিজের ভালোবাসার মানুষটার বিশ্বাস হনন না করা।

পুরীর কথা আর বোলো না, স্টেশন থেকেই কুলি গুলোর ধাই কিরিকিরি আর মন্দিরে পান্ডাদের ধাই কিরিকিরিতে মাথা খারাপ হয়ে যাবার জোগাড়

