09-02-2021, 09:27 PM
(09-02-2021, 08:33 PM)dada_of_india Wrote: অনুভুতি সেখানেই থাকে যেখানে একটা ভুতি (পেত্নি) থাকে ! আর অনুভব তো ভবের রাজা ! এরা দুজনেই কোন খেয়াল মানেনা ! কোন দেওয়াল মানেনা ! শুধু একটা অনু (পুরুষ/ মন) খুঁজে নেয় ! ! সেখানেই শুরু করে দেয় নিজেদের খেলা ! " কতো রঙ্গ দেখব দুনিয়ায় ! ও মন রে ............"
যদি হায় আমার আমি যায় মুছি –
গো যায় মুছি –
যদি হায় মরণ দিয়ে যাই বাঁচি –
গো যাই বাঁচি –
তবু ওগো সৃষ্টি নিয়ে খুব ছুটি –
গো খুব ছুটি –
যখন আমার – নিশীথ জুড়ে রাত পোয়াতি
রাত নিশুতি।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।