09-02-2021, 09:03 PM
(09-02-2021, 08:58 PM)dada_of_india Wrote: গল্প জীবন থেকেই আসে ! সেখানে যদি জীবনের কথা না থাকে তাহলে কি ভালো লাগে ভাই ? জানি আমার কথা তোমার খারাপ লাগবে ! হয়তো তোমার গল্পের একটা চরিত্র আমি ! তাই বললাম ! কিছু মনে করোনা ! যদি কিছু ভুল বলে থাকি তাহলে একজন দাদা হিসাবে ক্ষমা করে দিও ! আর কোন কমেন্ট করবো না !
জানি আমি যা লিখছি, কিছুটা তোমার মনের কথা। কিন্তু বিশ্বাস করো, তুমি ইন্দ্র না। ইন্দ্র আরেকজন কেও। তবে তুমি যদি কমেন্ট না করেছো, শালা লেখা বন্ধ করে দেবো। তোমার দিব্যি। তোমার ভাই আমি। ধুর শালা.........দু পেগ নিয়েছিলাম, নেশা টা নামিয়ে দিলে তুমি।
তোমাকে খুঁজে বেড়াই