09-02-2021, 08:38 PM
(09-02-2021, 12:20 PM)pinuram Wrote: না না দাদা, সেটা কথা নয়, আসলে মাঝে মাঝে আমার নিজের লজ্জা লাগে, মাঝে মাঝে অনেক কঠিন কঠিন শব্দ হাত থেকে বেড়িয়ে আসে! লেখার পরে ভাবি কয়জনা বুঝবে কিন্তু ততক্ষনে সেই শব্দের সঠিক প্রতিশব্দ খুঁজতে পারি না! যদি এই গল্পের নাম দিতাম "ঘুমের সন্ধানে" তাহলে নামকরন খুব খেলো খেলো লাগত! ঠিক কি না? এতে আপনার ভুল নেই !!!!!
তারপরেও দাদা বাঙ্গালী হয়েও বাংলা কোনকিছুর অর্থ বুঝতে না পারাটা নিতান্তই লজ্জাজনক। সুপ্ত থেকে যে আপনি সুপ্তি নিয়েছেন তা আমার মাথাতেই আসেনি।
পরের পর্বের অপেক্ষায়।