09-02-2021, 03:56 PM
(06-02-2021, 11:21 PM)pinuram Wrote:
চলবে চলবে ! পোড়া যন্ত্রণায় পুড়েই খাঁটি সোনার মতন হয়ে ওঠে এই হৃদয়! ডানা মেলে ঘরে ফেরা পাখির মতন কেন? ডানা মেলে বলাকার মতন এই নীল আকাশে বিচরন করার সময় এসেছে যদি বলি, তাতে কি খারাপ কিছু হবে? হয় হোক, আর বাড়ি নয়, পাড়ি দেওয়া যাক ওই দুর দিগন্তের পানে !!!!!!
হুমমমমম... ওই কোথায় সব পাড়ি দেবার ধান্দা করছ... তোমার পরী এটা জানতে পারলে কি ভাবে সামলাবে সেটা ভেবে রেখেছ তো?