09-02-2021, 03:55 PM
(06-02-2021, 11:00 PM)Nilpori Wrote: অজস্র ধন্যবাদ আমার pictography টা ভালো লাগায়।
পুড়তে পুড়তে কত রং দেখেছি;
শুধু হলুদ স্বপ্নের মতো
পানীয় আরো ঘন হয়ে এলে মস্তিষ্কে
কি এক দুর্বোধ্য প্রেম জেগে ওঠে।
মনে হয় পাড়ি দিই আরো হাজারটা বছর।
মনে হয় পুড়িয়ে দিই, আমার এই পোড়া যন্ত্রনা।
হঠাৎ কেমন যেন স্বপ্ন হয়ে যায় সব
আমি, তুমি, আর এই পোড়া যন্ত্রনা।
বিকালের হলুদ আলোয় –
ঘরে ফেরা পরিযায়ী পাখিদের ডানার রঙে ,
আবার বাঁচতে ইচ্ছে করে।
আবার হাজারটা বছর।
বাহ!... অপূর্ব... প্রতিটা শব্দ যেন বুকের পাঁজর ছুয়ে বেরিয়ে আসা...
তবে একটাই অনুরোধ... ওই শেষ দুটো লাইন...
"আবার বাঁচতে ইচ্ছা করে।
আবার হাজারটা বছর।"
একদম... একদম সে ভুল করবেন না... এই ধূসর স্বার্থপর পৃথিবীতে নাই বা সে ভুল করলেন...
+1 Rep Added