09-02-2021, 02:48 PM
(07-02-2021, 07:20 PM)Mr Fantastic Wrote: অনেক ধন্যবাদ জুপিটার![]()
প্রথম পর্বের শেষে হাসি পাচ্ছিলো ?
আমার তো বুড়োর ওপর তখন থেকেই রাগ উঠে আছে !!
আর আমি 18+ গল্প লিখি না ? দেবিকা আর উজান কি তাহলে কানামাছি খেলা দেখিয়েছিল ?(ভালো মনে পড়ে গেল, পরের ইরোটিক কাহিনিতে কানামাছির দৃশ্য রাখবো একটা
) না আসলে গল্পের বিষয়বস্তু অনুযায়ী একটু যৌনধর্মী ইঙ্গিত রাখতেই হল, নববিবাহিত দম্পতি হানিমুনে এসেছে - শরীরী রোমান্সের ছোঁয়া তো থাকবেই। আজকাল মূল ধারার গল্পে হালকা যৌনতা রাখাই যায়।
সব মেয়ে তনিমার মতো নয়, তনিমা সত্যিই আলাদা। স্বামী বা প্রেমিক অন্য নারীর সাথে রাত কাটিয়েছে শুনলে আগে পরে না ভেবেই অনেকেই বড়ো কোনো কাণ্ড ঘটাত হয়তো। কিন্তু তনিমা ভালোবাসে অভিরূপকে। ও জানে অভিরূপ কেমন, ওর চরিত্র কেমন। যথেষ্ট বিশ্বাস আছে বলেই ম্যানেজারের কথাকে ভাঁওতা বলে মেনে নিয়েছে, কিন্তু তাও নারীর মন তো, তাই তনিমার শীতল গলার রোষ মেশানো প্রস্নের সামনে অভিরূপকে দাঁড়াতে হয়েছে।
দেবিকা আর উজানের মতই কিছু দুষ্টু মিষ্টি রসায়ন আশা করে ছিলাম বিস্তারিত ভাবে

তনিমার মতো মেয়ে দুষ্প্রাপ্য। তবে যারা পান ওরা সৌভাগ্যবান। সে পুরুষের ও দায়িত্ব পড়ে যেন ওই মেয়ের বিশ্বাস হনন না করে।
পুরীর হোটেল ম্যানেজার গুলোই হয় এ রকম। আমার ও কম বেশি সেই রকম অভিজ্ঞতা আছে। তবে ট্রেন ইসটেসনে। সব কিছুই ওরা "ধাঁই কিরি কিরি " করে পার করে দেন


আগামী এরটিক গল্পের অপেক্ষায় রইলাম।