09-02-2021, 12:04 PM
(07-06-2019, 09:38 AM)monerkotha Wrote: আমার কথা
এই সাইট আমি নতুন দু একটা গল্প পড়ে যা বুজলাম
এই সাইটের প্রথম ও শেষকথা কাম সামজিক রাতিনিতি ভালোবাসা ছাড়া লাগামহীন কামনা
তাই ভালোবাসার একমুঠো অক্সিজেন মনে হোল দরকার আছে ...আমি নন এরটিক রোমানস লেখক তাই ...কামজ্বরর গল্প পাবেন না পড়া না পড়া আপানার অভিরুচি
--------------------------------------------------------------------------------------------------------------
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও -A true-story of LOVE
মাসখানেক আগে একদিন চিরন্তনী আমায় একটা মেসেজ করে।তাতে লেখা - তুমি একটা হাঁদারাম। আমার কোন প্রেমিক নেই। বাংলাদেশে যে মেয়ে থেকে থেকে অজ্ঞান হয়ে যায় তার কোন প্রেমিক থাকতে পারে না।তবে আমার এক ঈশ্বর আছে। সেই ঈশ্বর কী একসময় অজ্ঞান হয়ে যেত এমন মেয়েকে বিয়ে করবে। উত্তর হ্যাঁ হলে যেন সেই মেয়েটির বাবাকে ফোন করে বলে যে সে তার মেয়েকে বিয়ে করতে চায়। তিনি ফোনের অপেক্ষায় আছেন।
চারিদিকে যেন লক্ষ রঙমশাল জ্বলে উঠলো।
সেই ইশ্বর যাচ্ছে জানুয়ারীতে বিয়ে করতে কলকাতায়।
দারুন লাগলো গল্পটা !!!!!!