08-02-2021, 09:22 PM
(06-02-2021, 11:26 PM)Baban Wrote:
নতুন করে আর কি ধন্যবাদ দেবো আপনাদের... আমি জানি সবসময় আপনাদের ভালোবাসা, বিশ্বাস ছিল আর আছে. তাইতো এতদিনের যাত্রা সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি. এই যাত্রা পথে যারা যারা পাশে ছিলেন তাদের মন থেকে ধন্যবাদ
অভিনন্দন বাবান দা
অনেক লেখক ভালো লেখেন কিন্তু মূলত যেকোনো একটি বিষয়ের ওপর তাদের দক্ষতা বা লেখনী দুর্দান্ত হয়. অন্য বিষয় নিয়ে তারা ভাবতেও চাননা. আপনিও চরম উত্তেজক লেখা দিয়ে শুরু করেছিলেন. একের পর এক যা সব গল্প দিয়েছেন উফফফ... খুব কম সময়েই পাঠকদের নজর কাড়েন নিজের গল্পের উত্তেজক বর্ণনা দিয়ে. তাই অন্যান্যদের তুলনায় খুব শীঘ্রই সফলতা জয় করেছেন.
কিন্তু আসল কথা হলো আপনি নিজেকে এখানে আটকে রাখেন নি. এই লেখা থেকে বেরিয়ে নিজেকে ভেঙে একদম অন্য ভাবেও নিজেকে আমাদের সামনে নিয়ে আসেন আপনি. erotic writer থেকে রোমান্টিক লেখক. আবারো সেখান থেকে বেরিয়ে "দূরত্ব" আর "বন্ধু" -র মতো গল্প.
বার বার নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসব দুর্দান্ত গল্প লিখেছেন... এই সাফল্য আপনার প্রাপ্যই ছিল.