08-02-2021, 04:04 PM
(07-02-2021, 02:52 PM)Mr Fantastic Wrote: ওহ পিনুদা গো, মনে করিয়ে দিলে আমায় ! এমন মুহূর্তের কথা মনে করিয়ে দিলে যার কাছে এই শরীরী সুখের চাহিদা তুচ্ছ হয়ে যায় !
প্রথম তার হাত থেকে খাওয়া, তাকে খাইয়ে দেওয়ার মুহূর্ত গুলো সব সোনালী অনুভূতির। একদিকে পৃথিবীর সবকিছু, অন্যদিকে শুধু আমি আর সে। আর সেই হলুদ রংয়ের সুদৃশ্য কারুকাজ করা কার্ড, তার খাম আর কার্ডের ভেতর সেই অমূল্য লেখা...আর ওই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম আলপনা - নাহ, আর পারছি না ভাষায় ব্যক্ত করতে, তুমি মনে রেখেছো এই কথা গুলো ? ভীষণ প্রেমের আবেগ এসে গেল !
মনে কেন থাকবে না, ছোট ছোট জিনিস গুলো মনে রাখার কথা, বড় গাড়ি বড় বাড়ি তাতে শুধু মাত্র চোখের খিধে মেটে, হৃদয়ের আশ মেটে না! !!!!!!