08-02-2021, 04:03 PM
(07-02-2021, 01:22 PM)Baban Wrote: আমি শুধু ভাবছি পরেরদিন তোমাদের অবস্থাটা... কি অবস্থায় আবিষ্কার করবো তোমাদের
আমি গুরু এসবে নেই... যতই ইচ্ছে থাকুক আমি তো জানি মোহিনী কি জিনিস.. যতই হোক আমার এই দুস্টু মাথা থেকেই তো সে বেরিয়েছে তাই হাড়ে হাড়ে চিনি তাকে... ওরে বাবা রে বাবা!!! চাচা আপন প্রাণ বাঁচা... আমি নেই..
অথবা এমনও হতে পারে - হয়তো পরেরদিন সকালে উঠে পিনুদা আবিষ্কার করলো সবাই ভয়ানক অবস্থায় লুটিয়ে রয়েছে.. কিন্তু বাবান নেই. আরে? বাবান গেলো কোথায়? আর কাল রাতেও তো ওর কথা মনেই ছিলোনা... সবাই তো তখন লুডো খেলতে ব্যাস্ত ছিলাম. বাবান কোথায় গেলো?
বাইরে এসে গার্ডকে জিজ্ঞেস করাতে পিনুদা চমকে উঠলো... কারণ গার্ড জানালো আজ কাউকে বেরোতেও দেখেনি সে আর কাল রাতে কাউকে ঢুকতেও দেখেনি সে.
তাহলে!! ওটা কি তাহলে.... মো.. মোহ !!!
এটা সাঙ্ঘাতিক দিয়েছ, সবাই লুডো খেলছে এইদিকে বাবান নেই... ভাবতেই কেমন যেন গা শিউরে উঠল! মোহিনী আমাদের সবাইকে ধোঁকা দেওয়ার জন্য বাবানের রূপ, ভাবতেই পারছি না !!!!!!