07-02-2021, 11:05 PM
(06-02-2021, 08:27 PM)pinuram Wrote: ওহে অধম অকাল কুষ্মাণ্ড পুতিময় নর্দমার পঙ্কে জর্জরিত বরাহ সন্তান, বিগত এক বৎসরে তোমার হাত থেকে যে কটা মন্তব্য আসিয়াছে তাতে মনে হয় তুমি যেন লেখকদের ক্রয় করে নিয়েছ! অবশ্য তোমার মতন নিকৃষ্ট অধম জীব এর বেশি আর কি করতে পারে! গল্পের পর্ব যখন আসার তখন আসবে, তাতে তোমার কিছু বলার নেই তুমি তোমার ওই পুতিময় নর্দমায় নিজের মাথা গুঁজে পরে থাকো !!!!!!
থাকতে না পেরে তোমাকে বিয়োগাত্মক রেপুটেশান দিলাম!
(06-02-2021, 10:42 PM)pinuram Wrote: পারি না, তোমার তো এমনি হয় না তায় আবার ন্যাকড়া জড়িয়ে , একেবারে তিয়া তে নেমে পড়েছ দেখছি! সামলাতে পারবে তো ???
(07-02-2021, 12:55 PM)pinuram Wrote: সামলানোর ব্যাপারটা অন্য দিকের ইঙ্গিত! তিয়াকে সামলানোর কথা নয়, ইন্দ্রের সেই সুমিত্রাকে সামলানোর কথা হচ্ছে! তিয়াশাকে তিয়াতে পরিনত করেছে এই শুনে সুমিত্রা ওর পিঠের ওপরে ঝ্যাঁটা পেটা না করে, সেইদিক সামলানো বেশি দরকার !!!!!
(07-02-2021, 01:07 PM)pinuram Wrote: না না আমাদের এই ভাবে বঞ্চিত বাঞ্চোত হিসাবে রাজদীপ ফেলে রাখবে না, তাহলে ওর ওইটা আর আস্ত থাকবে না ( কানে কানে বলছি কাউকে বলে দেবেন না যেন, ইতিমধ্যে ইন্দ্রের ওইটা সুমিত্রা কেটে অর্ধেক করে দিয়েছে, তাই এখন জল সার ইত্যাদি দিচ্ছে গোড়ায় যাতে একটু একটু করে গজিয়ে যায়! গজিয়ে গেলেই আবার শুরু করবে গল্প )
(07-02-2021, 01:15 PM)pinuram Wrote: না তো, অবশ্য আমি ল্যাপটপ থেকে টাইপ করে রিপ্লাই দেই সুতরাং মোবাইলের সম্বন্ধে বিশেষ ধারনা নেই! তবে এই টাইপের ব্যাপারটা মোবাইলের কি বোর্ড এর ওপরে নির্ভর করে !!!!!!তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। খুব চেন তুমি আমাকে। তাই তুমি যখন গালাগালি করো, সেটাকে আদর মনে হয়। অনেক বছর হয়ে গেল, তোমার সাথে এই গল্পের মাধ্যমে আলাপ হওয়ার পর থেকে, আন্তরিকতা প্রতিদিন বেড়েছে। বিভিন্ন সময়ে পাশে এসে দাঁড়িয়েছ। এই দাঁড়ানো ব্যাপার টা কে আবার অন্যকিছু ভেবে বস না। তোমার ব্যাপার তো। বলা যায় না। মাল টা কে রিপোর্ট করেছি। জানি না ব্লক হবে কি না। আর কি কোনও উপায় নেই? মাথা খাটাও। আরও বেশী করে ধুঁয়া উড়িয়ে কিছু উপায় বের করো। দেখ কি করা যায়।
তোমাকে খুঁজে বেড়াই