07-02-2021, 07:20 PM
(07-02-2021, 09:54 AM)Jupiter10 Wrote: আহঃ কি আনন্দ আকাশে বাতাসে । সাধারণ মধ্যবিত্ত যুগলের প্রেম কাহিনী খুব সুন্দর রূপে ফুটিয়ে তুলেছো সাথে সেই রকম প্রাকৃতিক বর্ণনা । প্রথমের শেষের দিকের পার্ট টা পড়ে বেশ হাসি পাচ্ছিলো । বুড়ো ম্যানেজার কেমন তাকে ফাঁসিয়ে দিচ্ছিল উফঃ ।
তবে একবার মনে হলো এই ব্যাটা মিস্টার ফান্টু PG13 এর লেখক হঠাৎ 18+ লিখতে শুরু করে দিলো নাকি । খুব পাতলা রোমান্টিক দৃশ্য হলেও বেশ মিষ্টি । উপভোগ করার মতো ।
এবার শেষ কথা, কোনো মেয়ে তনিমার মতো । নিজের প্রেমিক কে অন্য নারীর সাথে ফষ্টিনষ্টি করেছে শুনতে পায় তাহলে এতো সহজে মেনে নেয়?
না মানে কোনো সিন্ ক্রিয়েট না করেই????
অনেক ধন্যবাদ জুপিটার



আর আমি 18+ গল্প লিখি না ? দেবিকা আর উজান কি তাহলে কানামাছি খেলা দেখিয়েছিল ?


সব মেয়ে তনিমার মতো নয়, তনিমা সত্যিই আলাদা। স্বামী বা প্রেমিক অন্য নারীর সাথে রাত কাটিয়েছে শুনলে আগে পরে না ভেবেই অনেকেই বড়ো কোনো কাণ্ড ঘটাত হয়তো। কিন্তু তনিমা ভালোবাসে অভিরূপকে। ও জানে অভিরূপ কেমন, ওর চরিত্র কেমন। যথেষ্ট বিশ্বাস আছে বলেই ম্যানেজারের কথাকে ভাঁওতা বলে মেনে নিয়েছে, কিন্তু তাও নারীর মন তো, তাই তনিমার শীতল গলার রোষ মেশানো প্রস্নের সামনে অভিরূপকে দাঁড়াতে হয়েছে।
